• ভেঙে পড়েননি, অসুস্থতা উপেক্ষা করে জীবন সংগ্রামে ব্রতী শিল্পী লাল্টু পাল...
    আজকাল | ১৩ আগস্ট ২০২৪
  • মিল্টন সেন, হুগলি:‌ শারীরিক অসুস্থতাকে সঙ্গী করে কঠিন জীবন সংগ্রাম। শরীরে লাগানো রয়েছে নল। পথ দুর্ঘটনায় বছর ১৮ বছর আগে গুরুতর জখম হয়েছিলেন চুঁচুড়ার লাল্টু পাল। চলেছে দীর্ঘ চিকিৎসা, সঙ্গে বাঁচার লড়াই। তখনই তাঁর শরীরে লাগিয়ে দেওয়া হয় ক্যাথিটার। যার পর থেকে এভাবেই কেটে গেছে দীর্ঘ আঠারো বছর। তবে কোনও অবস্থাতেই তিনি তাঁর শিল্পী সত্ত্বা থেকে সরে আসেননি। গড়ে চলেছেন একের পর এক প্রতিমা। চুঁচুড়া শামবাবু ঘাট সংলগ্ন প্রতিমা নির্মাতা লাল্টু পালের জীবন সংগ্রামের কাহিনী সিনেমার থেকে কম নয়।

    ছবি:‌ পার্থ রাহা
  • Link to this news (আজকাল)