• ‌আরজি কর ঘটনার নিন্দা জেলার সব হাসপাতালেই
    আজকাল | ১৩ আগস্ট ২০২৪
  • মিল্টন সেন, ‌হুগলি:‌ তরুণী চিকিৎসকের মর্মান্তিক মৃত্যুর প্রতিবাদে সরব হুগলির চিকিৎসক মহল। আরজি কর হাসপাতালের নারকীয় ঘটনার প্রতিকার চেয়ে প্রতিবাদে সামিল হয়েছে গোটা রাজ্যের চিকিৎসক মহল। এবারে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদে সামিল পোলবা গ্রামীণ হাসপাতাল। সম্প্রতি কলকাতার আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত তরুণী চিকিৎসককে ধর্ষণ করে হত্যা করা হয়। অবিলম্বে আরজি কর হাসপাতালের চিকিৎসকদের দাবি মানতে হবে। আর না মানা হলে তাঁরা আর কাজ করবেন না। আন্দোলনও চলবে বলে জানিয়েছেন পোলবা হাসপাতালের চিকিৎসক থেকে স্বাস্থ্যকর্মীরা।

    তবে এদিন প্রতিবাদ চললেও চালু ছিল হাসপাতালের পরিষেবা। তাঁদের দাবি অভিযুক্তকে কঠোর শাস্তি দিতে হবে। সম্প্রতি সরকারি হাসপাতালের এই ঘটনা মহিলা স্বাস্থ্য কর্মীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। স্বাভাবিক ভাবেই এই ঘটনার পর নড়েচড়ে বসেছে পুলিশ প্রশাসন। হাসপাতালে সিসি ক্যামেরা থেকে শুরু করে মহিলাদের নিরাপত্তার জন্য থানাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতাল সহ অন্যান্য সব হাসপাতালে প্রতিবাদ চলছে। তবে রোগীদের কথা ভেবে কোথাও পরিষেবা বন্ধ হয়নি। ধর্ষকের শাস্তি চাই। নারী নিরাপত্তা চাই পোস্টার হাতে কালো পোশাকে সোমবার বিক্ষোভ প্রতিবাদ চলে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালের জুনিয়ার ডাক্তারদের। ইমামবাড়া সদর হাসপাতালের চিকিৎসকরাও এদিন হাসপাতাল চত্বরে প্রতিবাদ জানান। তারপর স্মারকলিপি তুলে দেন হাসপাতাল সুপার অমিতাভ মণ্ডলের হাতে। চিকিৎসকদের পাশাপাশি প্রতিবাদে সামিল হয়েছিলেন নার্স এবং স্বাস্থ্যকর্মীরা।
  • Link to this news (আজকাল)