• সিটের সদস্য বাড়াল কলকাতা পুলিস, ৭ চিকিৎসককে জিজ্ঞাসাবাদ
    বর্তমান | ১৩ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তদন্তের ডেডলাইনের কথা মাথায় রেখে সিটের সদস্য বাড়াল কলকাতা পুলিস। আরও একজন ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসার সহ মোট ৬ জনকে যুক্ত করা হয়েছে। স্পেশাল ইনভেস্টিগেশন টিমের মোট সদস্য সংখ্যা ১৩ জন। তাঁদের সাহায্য করবেন তিনটি শিফটে কাজ করা মোট ১৫০ জন পুলিস। আজ, সোমবার ওই ঘটনার রাতে ইমার্জেন্সি বিল্ডিংয়ে উপস্থিত থাকা মোট সাতজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁরা প্রত্যেকেই চিকিৎসক বলে জানা যাচ্ছে। তাঁদের থেকে ঘটনার টাইমলাইন নিয়েছে পুলিস। অন্যদিকে, এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা বা কেউ ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি কেউ সুপারি দিয়ে এই ঘটনা ঘটিয়েছে কিনা তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এর জন্য গত ৩০ দিনের ফুটেজ সংগ্রহ করছে কলকাতা পুলিস। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় ধর্ষণ, খুনের ঘটনায় যারা গুজব ছড়াচ্ছেন তাঁদের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নিতে চলেছে কলকাতা পুলিস। আপাতত ১৫ জনকে চিহ্নিত করা হয়েছে। তাদের নোটিস পাঠাচ্ছে লালবাজার।
  • Link to this news (বর্তমান)