• রাজ্যে প্রথম প্লাজমা এক্সচেঞ্জের মাধ্যমে লিভারের জটিল অসুখ সারিয়ে তুলল এসএসকেএম...
    আজকাল | ১৩ আগস্ট ২০২৪
  • বিভাস ভট্টাচার্য

    চলতি বছরের মে মাসে ওই রোগীর প্লাজমা এক্সচেঞ্জ করা হয়। কী এই প্লাজমা এক্সচেঞ্জ? ডা. মহিউদ্দিন বলেন, একইসঙ্গে রোগীর প্লাজমা বের করে আনা হয় এবং তাঁকে প্লাজমা দেওয়া হয়। এক্ষেত্রে আমরা ওই রোগীর পরপর তিনদিন প্লাজমা এক্সচেঞ্জ করেছিলাম‌। এবিষয়ে অন্য যে চিকিৎসক যুক্ত ছিলেন তিনি এসডিএলডি বিভাগের চিকিৎসক ডা. দীপক কুমার। রোগীকে কয়েকদিন পর্যবেক্ষণে রাখা হয়েছিল। যখন দেখা যায় রোগী সুস্থ হয়ে গিয়েছেন তখন তাঁকে ছেড়ে দেওয়া হয়। এই থেরাপি আমরা প্রয়োজন অনুযায়ী অন্য রোগীদের ক্ষেত্রেও ব্যবহার করব।'
  • Link to this news (আজকাল)