• রাজনগরে স্বনির্ভর গোষ্ঠীর বিভিন্ন কাজের অগ্রগতি শ্লথ, উঠে এল প্রশাসনিক বৈঠকে
    বর্তমান | ১৩ আগস্ট ২০২৪
  • সংবাদদাতা, সিউড়ি: জেলার বিভিন্ন ব্লক ও  পঞ্চায়েত স্তরে সরকারি পরিষেবা এবং বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে ব্লকে ব্লকে পৌঁছে প্রশাসনিক পর্যালোচনা বৈঠক করছেন জেলা প্রশাসনের আধিকারিকরা। সোমবার বীরভূমের রাজনগর ব্লকের এমনই একটি উচ্চ পর্যায়ের প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক বিধান রায়, সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ প্রমুখ। 

    এদিন ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বৈঠকে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের বর্তমান পরিস্থিতি, কাজের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। তবে এই ব্লকে স্বনির্ভর গোষ্ঠীর বিভিন্ন কাজের গতি অনেকটা শ্লথ রয়েছে বলে প্রশাসনিক কর্তাদের আলোচনায় উঠে আসে। এর কারণ উদ্ঘাটন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও আশ্বাস দেন জেলা প্রশাসনিক কর্তারা। পাশাপাশি এদিনের বৈঠকে রাজনগর বাসস্ট্যান্ডের আংশিক কাজ সম্পূর্ণ করা, রাজনগর ব্লকের পাঁচটি পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে পাইপ লাইনের মাধ্যমে পানীয় জলের ব্যবস্থার কাজ নিয়ে আলোচনা হয়। তবে ব্লকের জনপ্রতিনিধিরা অভিযোগ তোলেন, এই ব্লকের বিভিন্ন জায়গায় গ্রামে গ্রামে ঢালাই রাস্তা রয়েছে। বেশকিছু জায়গায় রাস্তা কেটে পানীয় জলের পাইপ বসানোর দরকার পড়ছে। কিন্তু সেই পাইপ বসানোর পর কেটে ফেলা রাস্তা মেরামতের দায়িত্ব পিএইচইর। কিন্তু তারা সেই রাস্তা আর মেরামত করছে না বলে অভিযোগ। ফলে কাটা রাস্তা দিয়ে যাতায়াতের সমস্যা, দুর্ঘটনার মুখে পড়তে হচ্ছে গ্রামবাসীকে। 

    উল্লেখ্য, এর আগে জেলার অন্যান্য ব্লকেও একইভাবে প্রশাসনিক রিভিউ বৈঠক করেছেন আধিকারিকরা। আগামী দিনেও অন্যান্য ব্লকে একইভাবে সরকারি প্রকল্পের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে বৈঠক করবেন জেলা প্রশাসনের আধিকারিকরা। এদিনের বৈঠক প্রসঙ্গে জেলাশাসক বিধান রায় বলেন, প্রতিটি ব্লকে সরকারি প্রকল্পের কাজের অগ্রগতি, কোথায় কী সাহায্যের প্রয়োজন, সেইসব নিয়ে আলোচনা হয়েছে। কোথাও কিছু সমস্যা থাকলে সেই সমস্যা সমাধনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। জেলার প্রতিটি ব্লকেই এই বৈঠক হবে।
  • Link to this news (বর্তমান)