• নিয়োগে অস্বচ্ছতার অভিযোগ
    বর্তমান | ১৩ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: কোচবিহারের সরকারি দৃষ্টিহীন বিদ্যালয়ে কোচিং টিউটরের নিয়োগের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে অবস্থান-বিক্ষোভে শামিল হল উত্তরবঙ্গ প্রতিবন্ধী সংগ্রাম সমিতি। সংগঠনের দাবি, ওই নিয়োগ বাতিল করে নতুন করে করা হোক। পাশাপাশি ভাতা বৃদ্ধিরও দাবি জানান তাঁরা। উত্তরবঙ্গ প্রতিবন্ধী সংগ্রাম সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আশিস সাহা বলেন, কোচবিহার সরকারি দৃষ্টিহীন বিদ্যালয়ে কোচিং টিউটরের নিয়োগে অস্বচ্ছতা রয়েছে। আমরা চাই এখানে স্বচ্ছভাবে নিয়োগ হোক। এই বিষয় নিয়ে এদিন জেলাশাসকের দপ্তরে স্মারকলিপি প্রদান করতে গিয়েছিলাম। অতিরিক্ত জেলাশাসকের সঙ্গে আমাদের আলোচনা হয়। সেই আলোচনা ফলপ্রসূ হয়নি বলে আমরা এদিন স্মারকলিপি প্রদান করিনি। জেলাশাসকের দপ্তরের সামনে অবস্থান-বিক্ষোভ শুরু করেছি। দাবি না মিটলে এই অবস্থান লাগাতার চলবে।
  • Link to this news (বর্তমান)