• বকেয়ার দাবিতে সাংসদ, বিধায়ককে স্মারকলিপি
    বর্তমান | ১৩ আগস্ট ২০২৪
  • সংবাদদাতা, আলিপুরদুয়ার: ১০০ দিনের কাজের বকেয়ার দাবিতে পঞ্চায়েত ভোটের আগে জেলায় বিজেপির এমপি, এমএলএ’দের বাড়ির সামনে ধর্না অবস্থানে বসেছিল শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার ১০০ দিনের কাজে সরবরাহ নির্মাণ সামগ্রীর বকেয়ার দাবিতে বিজেপি এমপি, এমএলএ’দের বাড়ি বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিল এমজিএনআরইজিএ ভেন্ডার্স অ্যাসোসিয়েশন। সংগঠনের পক্ষ থেকে স্মারকলিপিও দেওয়া হবে। তাদের দাবি, ২০২১-’২২ সাল থেকে আজ পর্যন্ত জেলায় তাদের বকেয়ার পরিমাণ ৩২০ কোটি ৫ লক্ষ ৩৯৭৪ টাকা। 

    এমজিএনআরইজিএ ভেন্ডার্স অ্যাসোসিয়েশনের আন্দোলনকে সঠিক বলে স্বাগত জানিয়েছে তৃণমূল নেতৃত্ব। অন্যদিকে, গেরুয়া শিবিরের বক্তব্য, রাজ্য হিসেব দেয়নি বলেই কেন্দ্রীয় সরকার টাকা আটকে রেখেছে। 

    তৃণমূলের জেলা চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা বলেন, রাজনৈতিক কারণে কেন্দ্র টাকা দেওয়া বন্ধ করে দেওয়ায় রাজ্য সরকারই জবকার্ড হোল্ডারদের বকেয়া টাকা মিটিয়েছে। কেন্দ্র সরকার একইভাবে এমজিএনআরজিএ ভেন্ডার্সদেরও টাকা আটকে রেখেছে। আমরা তাঁদের ওই আন্দোলনকে স্বাগত জানাচ্ছি। 

    পাল্টা তোপ দেগে স্থানীয় সাংসদ বিজেপির জেলা সভাপতি মনোজ টিগ্গা বলেন, রাজ্য সরকার ১০০ দিনের কাজের টাকার হিসেব দেয়নি। সেই জন্যই কেন্দ্র বকেয়া আটকে রেখেছে। এমজিএনআরজিএ ভেন্ডার্সরা আমাদের দলের এমপি, এমএলএ’দের স্মারকলিপি দিতেই পারে। তাতে সমস্যা নেই। 

    অ্যাসোসিয়েশন অবশ্য রাজনৈতিক তরজায় যাচ্ছে না। সংগঠনের উত্তরবঙ্গের যুগ্ম আহ্বায়ক দুলাল দত্ত বলেন, আমরা কোনও রাজনৈতিক তরজায় নেই। এটা যেহেতু কেন্দ্রীয় সরকারের প্রকল্প সেই কারণেই বকেয়া আদায়ের দাবিতে জেলার বিজেপি এমপি, এমএলএ’দের বাড়ি বাড়ি গিয়ে আমরা স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। জেলাশাসককে সোমবার স্মারকলিপি দিয়েছি। 

    জেলায় ৬৬টি গ্রাম পঞ্চায়েত। গ্রামীণ পরিকাঠামোর কাজে পঞ্চায়েত প্রধানরাই প্রথমে কাজের ওয়ার্ক অর্ডার দেন। তাই বকেয়ার দাবিতে ভেন্ডার্সরা এর আগে পঞ্চায়েত প্রধান ও বিডিওদের স্মারকলিপি দিয়েছিলেন। সোমবার তাঁরা জেলাশাসকের অফিসে স্মারকলিপি জমা দেন। দুলাল দত্ত বলেন, এক-দু’দিনের মধ্যে সংগঠনের জেলা কমিটির বৈঠকে ঠিক হবে কবে এমপি, এমএলএ’দের স্মারকলিপি দেওয়া হবে।
  • Link to this news (বর্তমান)