রাতের ডিউটি ভালো লাগত না ওর, জানালেন নিহত চিকিৎসকের হবু বর
এই সময় | ১৩ আগস্ট ২০২৪
মৃত চিকিৎসকের বয়-ফ্রেন্ড
'আমাদের গল্পগুলো অল্প সময় ঘর পাতালো তারপর পথ হারালো তোমায় আমায় নিয়ে।' আমার মোবাইল ফোনের কলার টিউন। সেটা ওর খুব পছন্দ ছিল। আর এটাই ছিল দুজনের জীবনের গান। কিছুদিনের মধ্যে বিয়ে হতো আমাদের। তাই আগে নিজেরা প্রতিষ্ঠিত হতে চেয়েছিলাম। আমার হবু স্ত্রীর খুব ইচ্ছে ছিল পোস্ট ডক্টরাল ডিগ্রি, ডিএম হাসিল করা। পছন্দের সাবজেক্ট ছিল, ক্রিটিক্যাল কেয়ার অথবা পালমোনারি মেডিসিন।এতো গেল পেশাদার জীবনের কথা। কিন্তু, আমাদের জীবনের আসল গল্প শুরু হয়েছিল উচ্চমাধ্যমিকের পরে। তখন দুজনেরই ডাক্তার হওয়ার প্রবল ইচ্ছে। ও আমাকে সব সময় বলত, তুমিও বড় ডাক্তার হবে। কিন্তু, আমাদের সেই স্বপ্নপূরণ আর হলো না।
ঘটনার দিন রাত ১১টা নাগাদ ফোন করেছিলাম। তবে ওর সঙ্গে সে ভাবে কথা হয়নি। আমাকে বলেছিল,'ব্যস্ত আছি। পরে ফোন করছি।' পরের দিন সকালে যখন ফোন করি, তখনও তোলেনি। তার পর কয়েকটা এসএমএসও করেছিলাম। কোনও উত্তর দেয়নি। তখনও জানতাম না কী হয়েছে!
আমাকে মাঝেমধ্যে বলত, নাইট করতে ভালো লাগছে না। তবে তার কারণ কখনও ব্যাখ্যা করেনি। তাতে কোনও রহস্য ছিল কি না, আমি বলতে পারব না। অথচ পড়াশোনার বিষয়ে কী করবে, না করবে, তা নিয়ে বেশ গোছানোই ছিল। মোবাইলে নিয়মিত পড়াশোনার ভিডিয়ো দেখত। কেন রাতের ডিউটি ভালো লাগছে না, শেষ পর্যন্ত না বলেই চলে গেল।
আপাতত এই ঘটনায় একজন গ্রেপ্তার হয়েছে, কিন্তু ইনকোয়েস্ট রিপোর্ট দেখে মনে হচ্ছে, অন্য কিছু হয়ত ঘটেছিল। যে সেমিনার হলে ঘুমিয়ে ছিল বলে জানানো হচ্ছে তা নিয়ে ওর মুখে কোনও দিন কিছু শুনিনি। তাছাড়া আমি ওই হাসপাতালের সঙ্গে যুক্ত নই। তাই বিস্তারিত কিছু বলতে পারব না। সেদিন রাতে ফোন করে জানতে চেয়েছিলাম, খাওয়া হয়েছে? সেটাই আমাদের শেষ কথা। যার উত্তর পেলাম না।