• আরজি কর নিয়ে কড়া কলকাতা পুলিশ! সতর্ক নজর যাতে ফেসবুকে ভুয়ো কিছু না ছড়ায়...
    আজকাল | ১৩ আগস্ট ২০২৪
  • তীর্থঙ্কর দাস: আরজিকর কাণ্ডের পর তোলপাড় রাজ্য রাজনীতি। দেশজুড়ে ছড়িয়ে পড়েছে ডাক্তার ও ডাক্তারি পড়ুয়াদের বিক্ষোভ। অচলাবস্থা দেশজুড়ে হাসপাতালগুলির। এরই মধ্যে সতর্কবার্তা কলকাতা পুলিশের। সমাজ মাধ্যমে বিভিন্ন গুজব রটিয়ে দেওয়া হচ্ছে। যে বা যারা গুজব ভুয়ো খবর এবং গুজব রটাচ্ছে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা স্পষ্ট জানিয়ে দিয়েছে লালবাজার।

    কলকাতা পুলিশের তরফ থেকে ইতিমধ্যে একটি হেল্পলাইন নম্বর ১৮০০ ৩৪৫৫ ৬৭৮ খোলা হয়েছে। কারোর ওপর সন্দেহ হলে বা কোনওরকম কিছু তথ্য দিতে চাইলে এই হেল্পলাইন নম্বরে ফোন করে পুলিশকে সহায়তা করতে পারবেন তাঁরা।
  • Link to this news (আজকাল)