‘কর্মবিরতি প্রত্যাহার করুন’, আন্দোলনরত ডাক্তারদের কাছে আর্জি স্বাস্থ্য সচিবের
এই সময় | ১৩ আগস্ট ২০২৪
চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার করার আবেদন জানালেন রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম। রাজ্যের চিকিৎসা ব্যবস্থা সচল রাখার ব্যাপারে আবেদন জানান তিনি। চিকিৎসকদের মর্যাদার সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে বলেও জানালেন স্বাস্থ্য সচিব।একটি সাংবাদিক বৈঠক করে স্বাস্থ্য সচিব জানান, আরজি করের ঘটনা অত্যন্ত নিন্দনীয়। এই ধরনের ঘটনা কোনও হাসপাতালে যাতে আর না ঘটে, সে বিষয়টি নিশ্চিত করাটাই আমাদের এখন প্রধান লক্ষ্য। পাশাপাশি, রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে চিকিৎসা পরিষেবা স্বাভাবিক রাখাটাও আমাদের কর্তব্য।
তিনি বলেন, ‘আমরা যথাযথ তদন্ত নিশ্চিত করছি। কিন্তু রোগীদের কথা ভেবে পরিষেবা স্বাভাবিক করতে হবে। দ্রুত পদক্ষেপ করা হবে, আমরা অনুরোধ করবো, আপনারা কর্মবিরতি প্রত্যাহার করুন।’ তাঁর দাবি, রাজ্যে প্রতিদিন প্রায় ২ লক্ষ ওপিডি হয়, ১ লক্ষের বেশি টেলি মেডিসিন পরিষেবা দেওয়া হয়। প্রতিদিন ১২ থেকে ১৫ হাজার মানুষ হাসপাতালে ইন্ডোর বিভাগে চিকিৎসা পরিষেবা নিয়ে থাকে। সেই পরিষেবা স্বাভাবিক রাখার জন্যেই কর্মবিরতি প্রত্যাহার করার ব্যাপারে আবেদন জানানো হচ্ছে। যদিও, আরজি করের অধ্যক্ষ সন্দীপ ঘোষের বদলি নিয়ে প্রশ্ন করা হয়েছিল স্বাস্থ্য সচিবকে। সেই বিষয়টি এড়িয়ে গিয়েছেন তিনি।
উল্লেখ্য, শুক্রবার আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের নৃশংস হত্যা ও ধর্ষণের ঘটনার পর থেকেই কর্মবিরতি শুরু করেছেন আরজি করের জুনিয়র ডাক্তাররা। ঘটনার প্রতিবাদ জানিয়ে এরপর এক এক করে কর্মবিরতি শুরু হয় রাজ্যের অন্যান্য মেডিক্যাল কলেজগুলিতে। যদিও, সোমবার RG কর মেডিক্যাল কলেজে জেনারেল বডির মিটিংয়ের পর আন্দোলনকারীর জানিয়ে দেন, SIT-র তদন্তে তাঁরা সন্তুষ্ট নন। তাঁরা চান বিচারবিভাগীয় তদন্ত চাইছেন। তাঁদের তরফ থেকে ছয় দফা দাবি পেশ করে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানানো হয়।
আরজি কর হাসপাতালের আন্দোলনকারী ডাক্তারদের দাবি, এই ঘটনায় আসল অপরাধীকে গ্রেপ্তার করতে হবে। বিচার বিভাগীয় তদন্ত করতে হবে এবং পর্যাপ্ত প্রমাণের ভিত্তিতে দোষীর সর্বোচ্চ শাস্তি দিতে হবে। এর পাশাপাশি একইসঙ্গে সিসিটিভি ফুটেজ এবং ময়নাতদন্তের তথ্য তাঁদের জানাতে হবে বলেও জানান তাঁরা। স্বাস্থ্য সচিবের বিবৃতির পর জুনিয়র ডাক্তাররা ফের বৈঠকে বসতে পারেন বলে মনে করা হচ্ছে।