বাইরে পড়ে রক্তাক্ত বঁটি, ঘরে ঢুকে আঁতকে উঠলেন স্বামী
আজকাল | ১৩ আগস্ট ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: বাইরে পড়ে আছে রক্তাক্ত বঁটি। ঘরে ঢুকে স্বামী দেখলেন স্ত্রীর গলা কেটে খুন করা হয়েছে। খুনি আর কেউই নয়। নিহত হরিদাসী হাঁসদা’র (৬৫) বড় ছেলে মটর হাঁসদা। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের ভাতারের কুরুম্বা গ্রামে। অভিযোগ, নেশার ঘোরে এই কাণ্ড ঘটিয়েছে মটর।