• মুর্শিদাবাদে গ্রেপ্তার আন্তঃরাজ্য বিস্ফোরক পাচারচক্রের তিন চাঁই, উদ্ধার ২০ কেজি বিস্ফোরক ...
    আজকাল | ১৩ আগস্ট ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ আন্তঃরাজ্য বিস্ফোরক পাচারচক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সোমবার রাতে মুর্শিদাবাদের সুতি থানার পুলিশ মানিকপুর এলাকা থেকে তিন যুবককে গ্রেপ্তার করল। জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় জানান, ‘‌ধৃতরা ঝাড়খন্ড থেকে মুর্শিদাবাদে বিস্ফোরক নিয়ে আসছিল। সেই সময় গোপন সূত্রে খবর পেয়ে সুতি থানার পুলিশ তাদের গ্রেপ্তার করে। ধৃতদের থেকে প্রায় ২০ কেজি বিস্ফোরক উদ্ধার হয়েছে।’‌ 

    পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের নাম মোহন শেখ, জসিম শেখ এবং সইদুল শেখ। ধৃত মোহনের বাড়ি সুতির নতুন চাঁদরা গ্রামে। জসিম এবং সইদুল সামশেরগঞ্জ থানার অন্তর্গত বাসুদেবপুর গ্রামের বাসিন্দা। ধৃতদের থেকে দু’‌ধরণের বিস্ফোরক পাওয়া গেছে বলে পুলিশের দাবি। মঙ্গলবার ধৃতদের ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন করে জঙ্গিপুর আদালতে পেশ করা হয়। 

    প্রসঙ্গত, দত্তপুকুর এবং পিংলার বাজি কারখানায় বিস্ফোরণে মৃত্যুর যে কটি ঘটনা ঘটেছে তার মধ্যে একাধিক ব্যক্তির বাড়ি সুতির নতুন চাঁদরা গ্রামে। এই গ্রামের অনেক বাসিন্দার বাজি তৈরিতে পারদর্শিতাকে কাজে লাগিয়ে তাদের দিয়ে বোমা তৈরি করানো হয় বলে অভিযোগ উঠেছে। 

    গত ১০ আগস্ট মুর্শিদাবাদের সুতি থানা এলাকা থেকে আকবর আলি নামে জগতাই–দেবীপুর গ্রামের এক যুবককে ৪০ কেজির বেশি বিস্ফোরক সহ গ্রেপ্তার করেছিল পুলিশ। আকবরও আন্তঃরাজ্য বিস্ফোরক পাচারচক্রের সঙ্গে জড়িত বলে পুলিশ জানতে পেরেছে। আকবরের সঙ্গে ধৃত তিন যুবকের কোনও সম্পর্ক আছে কিনা পুলিশ তা তদন্ত করে দেখছে। 

    জেলা পুলিশের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, ‘‌প্রাথমিক তদন্তে জানা গেছে ধৃতরা ঝাড়খণ্ডের এক বিস্ফোরক কারবারীর কাছ থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক নিয়ে মুর্শিদাবাদে আসছিল।’‌ তবে পুলিশের অনুমান, ওই তিন যুবক বিস্ফোরক অন্য জেলায় ব্যবহার করতে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল। বিস্ফোরক পাচারের এই চক্রে আর কারা জড়িত রয়েছে তা জানতে ধৃতদের জেরা শুরু করেছে সুতি থানার পুলিশ।
  • Link to this news (আজকাল)