অরিন্দম মুখার্জি: ‘আজ মঙ্গলবার পাড়ার জঙ্গল সাফ করবার দিন’। এই কথা মাথায় রেখে পুরুলিয়া জেলার প্রতিটি গ্রামেই প্রতি মঙ্গলবার এই কর্মসূচি পালন করবে পুরুলিয়া জেলা প্রশাসন। পুরুলিয়া ১ নং পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় মিশন নির্মল বাংলা কর্মসূচি শুরু হল পুরুলিয়া ১ নং ব্লক অফিস প্রাঙ্গনে। উপস্থিত ছিলেন পুরুলিয়ার জেলাশাসক রজত নন্দা। এছাড়াও ছিলেন জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাত, পুরুলিয়া ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি পদ্মাবতী মাহাত, পুরুলিয়া জেলা পরিষদের প্রাণী সম্পদ বিকাশের কর্মাধ্যক্ষ সুমিতা সিং মল্ল সহ সকল স্তরের আধিকারিকরা।