• সামনেই বর্ষা, বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে হরিপালে মন্ত্রী বেচারাম মান্না...
    আজকাল | ১৩ আগস্ট ২০২৪
  • অরিন্দম মুখার্জি: রাজ্যের বন্যার পরিস্থিতিতে উদ্বেগ হুগলি জেলার জেলাশাসক মুক্তা আর্য, রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না এবং বিধায়ক করবী মান্নার। বছরের এই সময়টায় ডিভিসির জল ছাড়ার জন্য রাজ্যে একাধিক জায়গায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। হুগলি জেলারও একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়ে।

    বন্যা পরিস্থিতি এলেও যাতে সাধারণ মানুষ বিপদে না পড়েন এবং অবস্থা নিয়ন্ত্রণে থাকে তাই আগেভাগেই সতর্কতা অবলম্বন করতে চাইছে রাজ্য। সোমবার বেচারাম মান্না হরিপাল এলাকার ডাকাতিয়া খাল এবং পার্শ্ববর্তী অঞ্চল পরিদর্শন করেন। উপস্থিত ছিলেন হুগলির জেলাশাসক মুক্তা আর্য এবং আরও সরকারি আধিকারিকরা।

    এই খাল থেকে যাতে কোনও ভাবেই বন্যা পরিস্থিতি না সৃষ্টি হয় সেদিকে নজর রাখছেন সরকারি আধিকারিকরা। জানানো হয়েছে, প্রয়োজনে ড্রেজিং করিয়ে জায়গা পরিষ্কার করিয়ে বন্যা পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করা হবে।

    ছবি: অরিন্দম মুখার্জি
  • Link to this news (আজকাল)