• মঙ্গলেও আরজি করে কর্মবিরতি চিকিৎসক-নার্সদের, রাজ্যজুড়ে বাড়ছে আন্দোলনের আঁচ...
    আজকাল | ১৩ আগস্ট ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: সোমবারের পর মঙ্গলবারেও আরজি করে অচলাবস্থা। তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় জারি রয়েছে আন্দোলন। সোমবারের পর মঙ্গলবারেও কর্মবিরতি জারি রেখেছেন চিকিৎসকরা। তবে, আন্দোলন এখন শুধু আরজি কর হাসপাতালে বদ্ধ নেই। রাজ্যজুড়ে একাধিক সংগঠন এগিয়ে এসেছেন সঠিক বিচারের দাবিতে। সোমবার আরজি কর মেডিক্যাল কলেজ পর্যন্ত নাগরিক মিছিল হয়।

    সোমবার মাঝরাত পর্যন্ত এই ঘটনায় সাত জনকে জেরা করেছে কলকাতা পুলিশ। মঙ্গলবার সকালে আরজি করের অ্যাসিস্ট্যান্ট সুপার এবং চেস্ট মেডিসিনের প্রধানকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে বদলি করা হয়েছে ন্যাশনাল মেডিক্যাল কলেজে। সেখানেও আন্দোলন শুরু করেছেন পড়ুয়ারা। প্রশাসনিক ভবনেই তালা মেরে দেওয়া হয়েছে। আন্দোলনকারীদের বক্তব্য, ‘দেখি উনি কতটা প্রভাবশালী’।
  • Link to this news (আজকাল)