• আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের...
    আজকাল | ১৩ আগস্ট ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সূত্রের খবর, রাজ্য পুলিশ এবং হাসপাতালের ভূমিকায় অসন্তুষ্ট আদালত। ফলে, এবার তদন্তভার তুলে দেওয়া হচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মৃতের পরিবারের সঙ্গে দেখা করে জানিয়েছিলেন রবিবার পর্যন্ত কলকাতা পুলিশকে ডেডলাইন দেওয়া হয়েছে। তার মধ্যে খুনের কিনারা না করতে পারলে মামলা তুলে দেওয়া হবে সিবিআইয়ের হাতে।

    আপাতত তিনি ন্যাশনাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষের ভূমিকায় যোগ দিতে পারবেন না, এমনটাই নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। আদালতের সাফ বক্তব্য, পরবর্তী নির্দেশিকা না পাওয়া পর্যন্ত কাজে যোগ দিতে পারবেন না সন্দীপ ঘোষ। যে কারণে আপাতত অজয় রায়কেই বহাল রাখা হচ্ছে ন্যাশনাল মেডিক্যালের অধ্যক্ষের পদে। সোমবার মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে মুখ্যমন্ত্রী দাবি করেছিলেন, সিবিআইয়ের সাকসেস রেট খুবই কম। রবীন্দ্রনাথের নোবেল চুরির কিনার আজ পর্যন্ত হয়নি। কিন্তু আরজি করের ঘটনায় শেষ পর্যন্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ওপরেই ভরসা রাখল আদালত।
  • Link to this news (আজকাল)