‘সন্দীপ ঘোষকে বলুন লম্বা ছুটিতে যেতে’, আরজি করের ঘটনায় এবার কড়া নির্দেশ হাইকোর্টের প্রধান বিচারপতির...
আজকাল | ১৩ আগস্ট ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের হত্যার ঘটনায় এবার হস্তক্ষেপ করল কলকাতা হাইকোর্ট। আর শুরুতেই আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে কড়া নির্দেশ দিল হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। সোমবার তাঁর পদত্যাগ এবং কয়েক ঘণ্টা পরেই অন্য জায়গায় নিয়োগ পুরো বিষয়টি নজরে রেখেছে আদালত। মঙ্গলবার আরজি করের ঘটনার কেস ডায়েরি তলব করা হয়েছে আদালতের তরফে। পাশাপাশি, প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম সন্দীপ ঘোষের নিয়োগর বিষয়ে কড়া নির্দেশ দিয়েছেন।
তিনি জানিয়েছেন, চিকিৎসকের আবেগটাও গুরুত্ব দিয়ে দেখতে হবে। ইস্তফা দেওয়ার বারো ঘণ্টার মধ্যেই তাঁকে ফের পুরস্কৃত করা হল। বিকেল তিনটে পর্যন্ত সময় দিলাম। ওনাকে লম্বা ছুটিতে যেতে বলুন। নয়তো আমরা নির্দেশ দিতে বাধ্য হব’। আরজি করের ঘটনায় কলকাতা হাইকোর্টে একাধিক জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল। মঙ্গলবার প্রধান বিচারতি টি এস শিবজ্ঞানম এবং হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি চলছিল। তার মধ্যেই গোটা ঘটনায় সন্দীপ ঘোষের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। প্রধান বিচারপতি সন্দীপ ঘোষের পদত্যাগপত্র এবং নিয়োগপত্র তলব করেন তিনি।
আন্দোলনরত পড়ুয়াদের পাশে দাঁড়িয়ে প্রধান বিচারপতি বলেন, টতাঁদের এক সহকর্মীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই আন্দোলনকে তো অন্যায্য বলা যায় না। তাঁদের আবেগকেও গুরুত্ব দিয়ে দেখতে হবে’। উল্লেখ্য, হত্যার ঘটনা সামনে আসার পর থেকেই আঙুল উঠেছিল আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের দিকে। সোমবার তিনি আরজি করের অধ্যক্ষের পদ থেকে নিজেই ইস্তফা দেন। বিকেলেই তাঁকে ন্যাশনাল মেডিক্যালের অধ্যক্ষের পদে নিয়োগ করে স্বাস্থ্যভবন। এরপর ন্যাশনাল মেডিক্যালেও শুরু হয়েছে আন্দোলন।