• গরমের ৩ মাসে লাভ কত বাড়ল CESCর? দেখে নিন এক নজরে
    হিন্দুস্তান টাইমস | ১৩ আগস্ট ২০২৪
  • সোমবার চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকের আর্থিক হিসাব প্রকাশ্যে এনেছে CESC. তাতে দেখা যাচ্ছে, গত বছরের তুলনায় তাদের আয় বেড়েছে ৫.৪ শতাংশ। আর্থিক হিসাবে বিশেষজ্ঞদের প্রায় সমস্ত অনুমানকেই ছাপিয়ে গিয়েছে সংস্থা।

    শেয়ার বাজারে CESCর পেশ করা নথি বলছে, এপ্রিল থেকে জুন ত্রৈমাসিকে তাদের মুনাফা বেড়েছে ৫.৪ শতাংশ। এই ত্রৈমাসিকে তাদের মুনাফা হয়েছে ৩৮৮ কোটি টাকা। গত বছর যা ছিল ৩৬৮ কোটি টাকা। এবার সংস্থার আয় বেড়েছে ১২.৮ শতাংশ। এবার তাদের আয় হয়েছে ৪,৮৬৩ কোটি টাকা। যা গত বছর ছিল ৪,৩১০ কোটি টাকা। তবে সংস্থার EBITDA হ্রাস পেয়েছে ৪৮.৮ শতাংশ। এবার আয়ের ৭.৬ শতাংশ মুনাফা হয়েছে। গত বছর যা ছিল ১৬.৮ শতাংশ।তবে এবার সংস্থার জ্বালানি কেনার খরচ অনেকটা বেড়ে গিয়েছে। গত বছর একই ত্রৈমাসিকে ৪,১৯৪ কোটি টাকা খরচ হয়েছিল সংস্থার। এবার তা বেড়ে হয়েছে ৫১১৫ কোটি টাকা। অর্থাৎ বিদ্যুৎ বিক্রি করে এই ত্রৈমাসিকে লোকসান হয়েছে CESCর। কিন্তু রেগুলেটরি আয় বাবদ ৬৮৯ টাকা উপার্জন হওয়ায় মুনাফা দেখাতে পেরেছে তারা।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)