• আরজি করকাণ্ডে সিবিআইয়ের তৎপরতা শুরু, দিল্লি থেকে আসছে বিশেষ দল
    এই সময় | ১৪ আগস্ট ২০২৪
  • মঙ্গলবারই হাইকোর্টের নির্দেশে আরজি কর হাসপাতালের মহিলা চিকিৎসকের ধর্ষণ-খুনের মামলার তদন্ত ভার পেয়েছে CBI। তদন্ত ভার নিয়েই তৎপরতা কেন্দ্রীয় এজেন্সির। বুধবারই কলকাতায় আসছে সিবিআইয়ের বিশেষ টিম। দ্রুত এই মামলায় তদন্ত গুটিয়ে আনতে তৎপর সিবিআই বলে সূত্রের খবর।মঙ্গলবার দায়িত্ব পাওয়ার পরেই এফআইআর দায়ের করে সিবিআই। বুধবার দিল্লি থেকে কলকাতা আসছে সিবিআইয়ের বিশেষ টিম। আসছে নিজস্ব ফরেনসিক বিশেষজ্ঞও বলে সূত্রের খবর। ইতিমধ্যেই কলকাতা পুলিশের থেকে তদন্তের নথিপত্র সংগ্রহের কাজ শুরু করে দেওয়া হয়েছে। নথি সংগ্রহ করে বুধবার সকালেই আরজি কর হাসপাতালে সিবিআইয়ের একটি টিম যেতে পারে বলে জানা গিয়েছে। এডিসিপি মুরলীধর শর্মা এদিন বলেন, ‘কলকাতা হাইকোর্ট আজকে বলেছিল সিবিআইকে কেস ডায়েরি হ্যান্ড ওভার করে দিতে। আমরা কেস ডায়েরি হ্যান্ডওভার করে দিয়েছি। তবে সিবিআইয়ের সঙ্গে এখনও পর্যন্ত আমাদের সেইভাবে কোনও কমিউনিকেশন হয়নি। আমাদের অফিসারদের সঙ্গে ওদের কথা হয়েছে মৌখিক। অভিযুক্তকে ওরা নিয়ে যেতে চাইলে নিয়ে যেতে পারেন।’

    আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের মামলায় একাধিক জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল। প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের বেঞ্চে শুনানি হয়। কলকাতা পুলিশকে মঙ্গলবারই দুপুরের মধ্যে কেস ডায়েরি জমা জোড়ার নির্দেশ দিয়েছিলে কলকাতা হাইকোর্ট। কিন্তু, কেস ডায়েরি দেখার পর তদন্ত প্রক্রিয়া নিয়ে সন্তুষ্ট হয়নি আদালত বলে সূত্রে খবর।

    এরপরেই, আজ আরজি কর মামলা সিবিআইয়ের হাতে দেওয়ার নির্দেশ দেওয়া হয় কলকাতা হাইকোর্টের তরফে। দ্রুত তদন্তের সঙ্গে সম্পর্কযুক্ত সমস্ত নথি, সিসিটিভি ফুটে সিবিআইয়ের কাছে হস্তান্তর করার নির্দেশ দেওয়া হয়।

    মঙ্গলবার টালা থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছিল। কোনও অভিযোগ না এলে অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয় পুলিশের তরফে। তবে, মৃত চিকিৎসক হাসপাতালেই কর্মরত ছিলেন। তার পরেও হাসপাতালের অধ্যক্ষ তথা কর্তৃপক্ষ কেন কোনও অভিযোগ দায়ের করেননি, তা নিয়ে উচ্চ আদালত বিস্ময় প্রকাশ করে। গত ৯ অগস্ট থেকে এই ঘটনায় এখনও পর্যন্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আরও কেউ যুক্ত থাকতে পারে বলে সন্দেহ হলেও পুলিশের তরফে কেন পদক্ষেপ করা হয়নি, জানতে চায় আদালত। সর্বোপরি পুলিশি তদন্তে সন্তুষ্ট না হয়েই সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়।
  • Link to this news (এই সময়)