• এবার ডা. সন্দীপ ঘোষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন তাঁর সহকর্মী নিজেই...
    আজকাল | ১৪ আগস্ট ২০২৪
  • ‌‌আজকাল ওয়েবডেস্ক: আরজি কর–এর ঘটনায় ক্রমশই জোরালো হচ্ছে প্রভাবশালী যোগ। যা আড়াল করার চেষ্টা করা হচ্ছে। এবার এই দাবি তুললেন রাজ্য স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরাই। মঙ্গলবার বর্ধমানে এক প্রতিবাদ মিছিল থেকে এই দাবি তোলেন জেলার উপ স্বাস্থ্য অধিকর্তা ডা. সুবর্ণ গোস্বামী। তাঁর অভিযোগ, ‘‌আমাদের ধারণা, প্রভাবশালী যোগ আছে বলেই আসল অপরাধীকে আড়াল করা হচ্ছে। আসল অপরাধীদের ধরার জন্যই আমরা পথে নেমেছি।’‌ 

    আরজি কর–এর তরুণী চিকিৎসক খুনের বিচার চেয়ে এদিন পথে নামেন চিকিৎসক, স্বাস্থ্যকর্মী–সহ সচেতন জেলার বিভিন্ন পেশার প্রতিনিধিরা। যোগ দিয়েছিলেন জেলায় কর্মরত বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা। বর্ধমানের কোর্ট প্রাঙ্গণ থেকে দুপুরে একটি প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলে অংশগ্রহণকারী সকলের বুকেই ছিল কালো ব্যাজ। জেলায় কর্মরত চিকিৎসকরাও যোগ দেন। ছিলেন প্রখ্যাত চিকিৎসক ডা. গীস্পতি চক্রবর্তীও।

     

    আরজি কর হাসপাতালের মহিলা চিকিৎসক মৃত্যুর ঘটনায় এদিন জেলার উপ স্বাস্থ্য আধিকারিক প্রশ্ন তোলেন আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ ডা. সন্দীপ ঘোষ–এর ভূমিকা নিয়েও।
  • Link to this news (আজকাল)