বোমার গুজব ছড়িয়ে পাঞ্জাব পুলিশের হাতে গ্রেপ্তার নামখানার যুবক...
আজকাল | ১৪ আগস্ট ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: ভুয়ো খবর ছড়িয়ে পাঞ্জাব পুলিশের হাতে গ্রেপ্তার বাংলার যুবক। ধৃত জয়ন্ত প্রধান নামখানা থানা এলাকার বাসিন্দা। সোমবার রাতে পাঞ্জাবের ফিরোজপুর থেকে পুলিশের একটি দল আসে নামখানায়। তাঁরা স্থানীয় থানার সঙ্গে যোগাযোগ করে ওই যুবককে গ্রেপ্তার করেন। ধৃতকে মঙ্গলবার কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক তাকে ট্র্যানজিট রিমান্ডে নিয়ে যাওয়ার জন্য পাঞ্জাব পুলিশকে অনুমতি দেন।
অভিযোগ, গত ৩০ জুলাই রেলের হেল্পলাইনে ফোন করে ট্রেনে বোমা রাখা আছে বলে ওই যুবক জানায়। ঘটনা প্রসঙ্গে কাকদ্বীপ মহকুমার আইনজীবী সব্যসাচী দাশ বলেন, ‘জয়ন্তর বিরুদ্ধে অভিযোগ, জম্মু তাওয়াই এক্সপ্রেসে বোমা রাখা আছে বলে সে রেলকে জানিয়েছিল। যা সম্পূর্ণ ভুয়ো খবর।’
জানা যায়, যখন জয়ন্ত রেলের কাছে এই খবর দেয় তখন ট্রেনটি ফিরোজপুরে ছিল। সঙ্গে সঙ্গে ট্রেনটি দাঁড় করিয়ে রেলের তরফে যাত্রীদের নামিয়ে তল্লাশি চালানো হয়। কিন্তু কোনও বোমা পাওয়া যায়নি। এই ঘটনার জেরে ওই লাইনে আটকে পড়ে আরও বেশ কয়েকটি ট্রেন।
রেলের তরফে এরপর ওই ফোন কল–এর তদন্ত করা হয়। পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়। তদন্তে পুলিশ জানতে পারে এরাজ্যের নামখানা থেকে ফোন করা হয়েছিল এবং অভিযুক্ত জয়ন্ত প্রধান।
এরপরেই নামখানা থানার সঙ্গে যোগাযোগ করে সেখানকার পুলিশ। সোমবার রাতেই স্থানীয় পুলিশের সহযোগিতায় জয়ন্তকে গ্রেপ্তার করে পাঞ্জাব পুলিশ। কেন এবং কী কারণে এই কাজ জয়ন্ত করেছিল তা জিজ্ঞাসাবাদে জানতে চাইছে পুলিশ।