• উত্তরপাড়া হাসপাতালে অবাধ যাতায়াত, মত্ত অবস্থায় আটক ৯, ২৪ ঘণ্টা পুলিশি নিরাপত্তার ব্যবস্থা ...
    আজকাল | ১৪ আগস্ট ২০২৪
  • মিল্টন সেন, হুগলি: অকারণে হাসপাতাল চত্বরে যাতায়াত করা যাবে না। ২৪ ঘণ্টা থাকবে পুলিশি নজরদারি। সঠিক কারণ দর্শাতে না পারলে যেতে হবে শ্রীঘরে। কলকাতার আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে খুনের ঘটনার পর তৎপর চন্দননগর পুলিশ কমিশনারেট। বাড়ানো হল হাসপাতাল চত্বরে নিরাপত্তা। নিয়ন্ত্রণ করা হল যখন তখন সাধারণের অবাধ যাতায়াত।

    সোমবার হাসপাতাল সুপারের অভিযোগের ভিত্তিতে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতাল চত্বর থেকে ৯ মদ্যপকে আটক করে পুলিশ। হাসপাতাল চত্বরে ব্যবস্থা করা হল ২৪ ঘণ্টা পুলিশ পিকেটিংয়ের। আরজি কর মেডিক্যাল কলেজ কাণ্ডে তোলপাড় রাজ্য তথা গোটা দেশ। সম্প্রতি ঘটে যাওয়া এই ঘটনা অনেক কিছু শিখিয়েছে। তৎপরতা বেড়েছে প্রশাসনের। জেলার একাধিক হাসপাতাল চত্বরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। উত্তরপাড়া রাজবাড়ি হাসপতাল চত্বরে রোগীর পরিবার, চিকিৎসক, নার্স, স্বাস্থ্য কর্মী এবং সাধারণ মানুষ সকলের জন্য ২৪ ঘণ্টার জন্য বসানো হয়েছে পুলিশ পিকেটিং। নিয়ন্ত্রণ করা হয়েছে হাসপাতাল চত্বরে অবাধ যাতায়াত।

    বেশ কিছু দিন আগে থেকে হাসপাতাল এর চারিদিকের পাঁচিল ভেঙে গেলেও এখনও তা মেরামত করা হয়নি। বরং স্থানীয়দের অভিযোগ ওই ভাঙা পাঁচিল দিয়ে বহিরাগতরা হাসপাতাল চত্বরে ডুকছে। তাছাড়া হাসপাতাল চত্বর জুড়ে চলছে অবৈধ পার্কিং এর ব্যবসা। এই প্রসঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, গোটা বিষয়টি জেলা স্বাস্থ্য দপ্তরে জানানো হয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, হাসপাতাল চত্বরে নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি হাসপতালের সার্বিক পরিবেশের উন্নত করা হোক। অবাঞ্ছিতদের ঘোরাঘুরি বা হাসপাতাল চত্বরে প্রবেশ নিয়ন্ত্রণ করা হয়েছে। রাতেও পুলিশি পাহারা চলছে। পুলিশ কর্মীরা আশ্বস্ত করছেন, কোনও সমস্যা হলে যেন তাদের জানানো হয়।
  • Link to this news (আজকাল)