আজকাল ওয়েবডেস্ক: আরজি কর কাণ্ডের প্রতিবাদে সামিল গোটা রাজ্যের চিকিৎসকরা। জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি, আন্দোলনের মাঝে এবার সিনিয়র চিকিৎসকরা ওপিডি বন্ধের ডাক দিলেন। বাংলা জুড়ে ওপিডি বন্ধ রাখার ডাক দিল চিকিৎসক সংগঠন। আগামিকাল, বুধবার রাজ্যের সমস্ত সরকারি এবং বেসরকারি হাসপাতালে আউটডোর অর্থাৎ ওপিডি পরিষেবা বন্ধ রাখা হবে। চিকিৎসক সংগঠনের জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস জানিয়েছে, বুধবার সকাল আটটা থেকে বিকেল চারটে পর্যন্ত ওপিডি বন্ধ থাকবে। সিনিয়র চিকিৎসকরাও আউটডোরে কোনও রোগী দেখবেন না।
মঙ্গলবার চিকিৎসক সংগঠনের তরফে আরও জানানো হয়েছে, হাসপাতালগুলিতে শুধুমাত্র জরুরি পরিষেবা চালু থাকবে। জরুরি পরিষেবা ব্যাতীত যেকোনও পরিষেবা বন্ধ থাকবে আগামিকাল। সিনিয়র চিকিৎসকরাও এই কর্মসূচিতে যোগ দেবেন।
আরজি কর কাণ্ডের প্রতিবাদে রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে জরুরি বিভাগে পরিষেবা বন্ধ রেখেছিলেন জুনিয়র চিকিৎসকরা। ওপিডি বন্ধের ডাক দিয়ে বড় আন্দোলনের পথে চিকিৎসক সংগঠন। মঙ্গলবার কলকাতা হাই কোর্টের নির্দেশে আরজি কর-কাণ্ডের তদন্তভার কলকাতা পুলিশের থেকে সিবিআইয়ের কাছে হস্তান্তর হয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইতিমধ্যে তদন্তপ্রক্রিয়া শুরুও করে দিয়েছে। তার আগেই বড় আন্দোলনের ডাক দিলেন বাংলার চিকিৎসকরা।