• ‘সিবিআই তদন্ত করলেও মেয়ে তো ফিরবে না’, আক্ষেপ মৃত তরুণী চিকিৎসকের বাবার
    প্রতিদিন | ১৪ আগস্ট ২০২৪
  • অর্ণব দাস, বারাকপুর: আর জি কর কাণ্ডের তদন্তভার পেয়েছে সিবিআই। কিন্তু তাতেও খুশি হওয়ার কারণ খুঁজে পাচ্ছেন না মৃতার বাবা-মা। তাঁদের কথায়, “সিবিআই তদন্তে মেয়েকে তো আর ফিরে পাবো না! তাই খুশি হওয়ার কিছুই হয়নি।”

    আর জি কর হাসপাতালের তরুণী চিকিৎসককে যৌন নির্যাতন ও খুনের ঘটনায় মঙ্গলবার হাই কোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। সারাদিন পর মঙ্গলবার সন্ধ্যায় এ নিয়ে নীরবতা ভাঙলেন মৃতার বাবা। আদালতের সিবিআই তদন্তের নির্দেশ প্রসঙ্গে তিনি জানান, “এতে খুশি হওয়ার মত কিছু দেখতে পাচ্ছি না। এমন কিছু তো হয়নি যে কাল আমার মেয়ে ফিরে আসবে, যেমন ডিউটিতে গিয়ে ফিরে আসে। এর পরই তিনি আরও বলেন, “আমরা শুধুমাত্র ন্যায় বিচার চাইছি। তাহলে আমার মেয়ের আত্মা শান্তি পাবে। আইনের উপর তো আমাদের আস্থা রাখতেই হবে, না হলে বাঁচব কী করে?”

    এদিন মৃতার বাড়িতে যান মীনাক্ষী মুখোপাধ্যায়। বলেন, “প্রথমদিন থেকে পরিবারের পাশে ছিলাম। সন্তানহারা বাবা-মায়ের মনের অবস্থা কী হতে পারে তা আমরা সবাই বুঝতে পারছি। পরিবার-সহ সকলেই এর বিচার চাইছেন।” এদিন মৃতার বাড়িতে গিয়েছিল রাজ্য মহিলা কমিশনের প্রতিনিধি দল। তরুণীর পরিবারের সঙ্গে দেখা করার পর কমিশনের সদস্যা শুভদ্রা মুখোপাধ্যায় বলেন, “আমরা পরিবারের আশ্বস্ত করে জানিয়েছি, পাশে আছি। পরিবার বলেছে অভিযুক্ত যেন শাস্তি পায়। আমাদের চেয়ারপার্সন পরিবারের সঙ্গে ফোনে কথা বলেছেন। আমরা বিষয়টিতে নজর রাখছি, প্রতি মুহূর্তে রিপোর্ট পাঠাচ্ছি।”

    প্রসঙ্গত, সোমবার নিহত চিকিৎসকের বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে দেখা করে ঘটনার তদন্তের জন্য আগামী রবিবার পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছিলেন, এর মধ্যে সন্তোষজনক তদন্ত না করতে পারলে সিবিআইকে তদন্তভার দেওয়া হবে। এই প্রসঙ্গে মৃতার বাবা জানিয়েছিলেন, “মুখ্যমন্ত্রীর উপর আমার সম্পূর্ণ আস্থা আছে। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছি, আমরা শুধু ন্যায় বিচার চাই। তাতে যেটা সঠিক মনে হবে আপনি করবেন।” এদিনও তিনি একইভাবে তদন্ত যেই করুক, ন্যায় বিচার যেন তারা পান সেকথাই জানালেন।
  • Link to this news (প্রতিদিন)