• মেজিয়ায় শিশুর মাথা থেঁতলে খুনের মামলায় যুবকের যাবজ্জীবন
    বর্তমান | ১৪ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: মেজিয়ায় দু’বছরের শিশুকে বাড়ির উঠান থেকে তুলে নিয়ে গিয়ে মাথা থেঁতলে খুনের দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিল আদালত। মঙ্গলবার বাঁকুড়া জেলা আদালতের জেলা ও দায়রা বিচারক মনোজ্যোতি ভট্টাচার্য ওই সাজা শুনিয়েছেন। যাবজ্জীবনের পাশাপাশি বিচারক সাজাপ্রাপ্তকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছ’মাস কারদণ্ডেরও নির্দেশ দিয়েছেন। আদালত সূত্রে জানা গিয়েছে, সাজাপ্রাপ্ত যুবকের নাম শ্রীকান্ত ক্যাওড়া। বছর পঁয়ত্রিশের শ্রীকান্তের বাড়ি মেজিয়া থানার তেওয়ারিডাঙা গ্রামে। 

    মামলার সরকারি আইনজীবী অমিয় চক্রবর্তী বলেন, ২০১৩ সালের ১৭ এপ্রিল সকাল সাড়ে ১১টা নাগাদ মেজিয়া থানার ইন্দারা গ্রামে বাড়ির উঠানে অন্যান্য শিশুদের সঙ্গে বছর দুয়েকের বিজয় বাউরি খেলছিল। পাশের গ্রামের বাসিন্দা শ্রীকান্ত ওইসময় সেখানে হাজির হয়। সে বিজয়কে তুলে গ্রামের একটি পুকুরপাড়ে নিয়ে যায়। ছেলেকে বাড়িতে দেখতে না পেয়ে বিজয়ের মা টিয়া বাউরি খোঁজাখুঁজি শুরু করেন। তিনি ছেলের সন্ধানে ওই পুকুর পাড়ে গিয়ে হাজির হন। তিনি দেখেন, শ্রীকান্ত তাঁর ছেলেকে পুকুরপাড়ে আছাড় মারছে। টিয়াদেবীকে দেখে শ্রীকান্ত একটি ইট দিয়ে বিজয়ের মাথা থেঁতলে দেয়। বধূর চিৎকারে আশপাশের লোকজন জড়ো হওয়ার মাঝে শ্রীকান্ত পালিয়ে যায়। পরে পুলিস গিয়ে শিশুর দেহ উদ্ধার করে। ঘটনার দিন মৃতের বাবা গোবিন্দ বাউরির অভিযোগের ভিত্তিতে মেজিয়া থানার পুলিস শ্রীকান্তকে গ্রেপ্তার করে। ঘটনার দু’মাসের মাথায় পুলিস আদালতে চার্জশিট জমা দেয়। মাঝে অসুস্থতার কারণে অভিযুক্তের জামিন হয়েছিল। পরে ফের আদালত তাকে হেফাজতে নেয়। সোমবার শ্রীকান্তকে বিচারক দোষী সাব্যস্ত করেন। এদিন জেলা ও দায়রা বিচারক তার যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন।
  • Link to this news (বর্তমান)