• অকোজো ফ্রিজ দেওয়ায় ক্রেতাকে ৪৫ হাজার ফেরত দিতে নির্দেশ আদালতের
    বর্তমান | ১৪ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: অকেজো ফ্রিজ দিলেও টাকা ফেরৎ না দেওয়ায় ফ্রিজ কোম্পানিকে জরিমানা করল সিউড়ি ক্রেতা সুরক্ষা আদালত। জানা গিয়েছে, সিউড়ির ৩ নম্বর ওয়ার্ডের বিশ্বজিৎ চট্টোপাধ্যায় স্টেশন সংলগ্ন একটি দোকান থেকে ১৭ হাজার ৫০০ টাকা দিয়ে একটি ফ্রিজ কিনেন। কিন্তু সেটি শুরু থেকেই খারাপ ছিল। বার বার সারিয়েও সুরাহা হয়নি। অথচ সারানোর জন্য টাকাও নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট ফ্রিজ কোম্পানিকে জানালেও তারা কোনও ব্যবস্থা নেয়নি। অবশেষে ২০১৯ সালের জানুয়ারি মাসে ক্রেতা সুরক্ষা আদালতের দ্বারস্থ হন। দীর্ঘদিন মামলাটি বিচারাধীন ছিল। অবশেষে এতবছর পর আদালতের ভারপ্রাপ্ত সভাপতি তথা সদস্য বিচারক সুদীপ মজুমদার ও আর এক বিচারক শাশ্বতী সাহার বেঞ্চ মামলাটির রায় ঘোষণা করে। তাতে ওই ফ্রিজ কোম্পানিকে মূল ফ্রিজের দাম ও জরিমানা বাবদ মোট ৪৪ হাজার ৭২৮ টাকা বিশ্বজিতবাবুকে দেওয়ার নির্দেশ দেন। মঙ্গলবার আদালতে এসে ওই কোম্পানি সেই চেক তুলে দেন। এছাড়াও লিগাল এইড অ্যাকাউন্টে ৬ হাজার টাকা জমা করে ওই কোম্পানি। আদালতের এই রায়ে খুশি বিশ্বজিতবাবু।
  • Link to this news (বর্তমান)