• করম পুজোতে সরকারি অনুদানের দাবি, সরব আদিবাসী সংগঠনগুলি
    বর্তমান | ১৪ আগস্ট ২০২৪
  • সংবাদদাতা, আলিপুরদুয়ার: দুর্গাপুজোর আগে তরাই-ডুয়ার্সের আদিবাসী মহল্লায় বড় উৎসব করম পুজো। রাজ্য সরকার কয়েক বছর আগে করম পুজোর দিন সবেতন ছুটি ঘোষণা করেছে। দুর্গাপুজো কমিটিগুলির মতো এবার করম পুজোতেও সরকারি অনুদানের দাবি উঠতে শুরু করেছে। কয়েকদিন আগে ডুয়ার্সে বিশ্ব আদিবাসী দিবসের নানা অনুষ্ঠানে করম পুজোয় সরকারি অনুদানের দাবি উঠেছে।

    দুর্গাপুজো কমিটিগুলিকে রাজ্য সরকার ৮৫ হাজার টাকা করে অনুদান দিচ্ছে। এবার অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদ একই ভাবে সেপ্টেম্বরে করম পুজোয় সরকারি অনুদানের দাবি তুলেছে। সংগঠনের মাদারিহাট ব্লক সভাপতি কুনাল কুজুর বলেন, করম পুজোর খরচেরও বহর বেড়েছে। তাই দুর্গাপুজোর মতো তরাই-ডুয়ার্সের করম পুজোর কমিটিগুলিকেও সরকারি অনুদান দেওয়া হোক। এই দাবিতে জেলাশাসকের মাধ্যমে আমরা রাজ্যে চিঠি পাঠাচ্ছি।

    করম পুজোয় সরকারি অনুদানের দাবির বিষয়টি নিয়ে শাসক ও বিরোধী দলের চা শ্রমিক সংগঠনগুলিও সহমত পোষণ করেছে। তৃণমূল চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান নকুল সোনার বলেন, বাম জমানায় করম পুজোয় ছুটি ছিল না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই প্রথম করম পুজোর দিন সবেতন ছুটি ঘোষণা করেছেন। আমরা চাই এবার সরকারি অনুদান দেওয়া হোক। 

    রাজ্যসভার সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের আলিপুরদুয়ার জেলা সভাপতি প্রকাশ চিক বরাইক সরাসরি কোনও মন্তব্য করতে চাননি। তিনি বলেন, এনিয়ে কোনও কিছু বলব না। তবে আমার কাছে অনুদানের প্রস্তাব এলে রাজ্যে পাঠাব। এলাকার সাংসদ বিজেপির জেলা সভাপতি মনোজ টিগ্গা বলেন, এই দাবির মধ্যে অবশ্যই যৌক্তিকতা আছে। তাই দুর্গাপুজোর মতো করম পুজোর জন্যও সরকারি অনুদান দেওয়া উচিত।  

    এবার অক্টোবরে দুর্গাপুজো। তার আগে সেপ্টেম্বরে হবে করম উৎসব। করম পুজোতেও নানা আচার নিয়ম আছে। দুই তিন দিন ধরে করম উৎসব চলে। ফলে করম পুজোতে খরচ বেড়েছে। সরাসরি না বললেও তৃণমূলের আদিবাসী নেতৃত্ব ঘরোয়া আলোচনায় ২০২৬ সালের বিধানসভা ভোটের কথা মাথায় রেখে করম পুজোয় সরকারি অনুদান দেওয়া উচিত বলেই মনে করছে।
  • Link to this news (বর্তমান)