• কর বকেয়া, হোর্ডিং খুলবে পুরসভা
    বর্তমান | ১৪ আগস্ট ২০২৪
  • সংবাদদাতা, ময়নাগুড়ি: পুজোর আগেই ময়নাগুড়ি শহর থেকে খুলে ফেলা হবে মেয়াদ উত্তীর্ণ বিজ্ঞাপনের হোর্ডিং। যে সমস্ত বিজ্ঞাপন সংস্থা পুরসভাকে কর না দিয়ে এবং অনুমতি না নিয়ে বিজ্ঞাপনের হোর্ডিং লাগিয়েছে, সেগুলিও  খুলে ফেলবে পুরসভা। 

    ময়নাগুড়ি শহরজুড়ে প্রচুর সংখ্যক বিজ্ঞাপনের হোর্ডিং রয়েছে। পুরসভার দাবি, প্রচুর বিজ্ঞাপন সংস্থা হোর্ডিং লাগানোর সময় কর দিলেও দীর্ঘ কয়েক মাস ধরে কর বাকি রেখেছে। কিছু হোর্ডিং মেয়াদ পেরিয়ে গেলেও এখনও রয়ে গিয়েছে। যা দৃশ্য দূষণ করছে। ভাইস চেয়ারম্যান মনোজ রায় বলেন, দিনের পর দিন শহরজুড়ে বিজ্ঞাপনের হোর্ডিং থাকবে, অথচ পুরসভা কোনও কর পাবে না, এটা হতে পারে না। যারা কর দেয় না, তাদের হোর্ডিং খুলে ফেলা হবে।
  • Link to this news (বর্তমান)