• ডায়াবেটিস চিকিৎসায় বাংলা ‘মডেল’, জানাল ইউনিসেফ
    বর্তমান | ১৪ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ডায়াবেটিস রোগীদের চিকিৎসায় পশ্চিমবঙ্গ খুব ভালো কাজ করেছে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়ে গেল ইউনিসেফের এক প্রতিনিধি দল। পশ্চিমবঙ্গ বিভিন্ন দেশের কাছে ‘মডেল’ বলে মনে করেন তাঁরা। মঙ্গলবার এই প্রতিনিধি দল নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে। উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সদস্যরা সেখানেই মুখ্যমন্ত্রীকে জানান, টাইপ ১ ডায়াবেটিসের রোগীদের চিকিৎসা ও পরিচর্যার যে মডেল পশ্চিমবঙ্গে করা হয়েছে তা খুবই প্রশংসনীয়। শিশুদের অসংক্রামক অসুখের চিকিৎসায় আরও সহযোগিতার প্রস্তাব দিয়েছে ইউনিসেফ। মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যমে বার্তা দিয়ে রাজ্য সম্পর্কে ইউনিসেফের এই ভূয়সী প্রশংসার বিষয়টি জানিয়েছেন। ইউনিসেফের তরফে রাজ্যের সঙ্গে মিলে কাজ করতে চাওয়ার বিষয়টিকে স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী। 
  • Link to this news (বর্তমান)