• ২১ অক্টোবরের মধ্যে বিএড, এমএড ক্লাস শুরুর নির্দেশ
    বর্তমান | ১৪ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিএড এবং এমএড কোর্সগুলিতে পড়ুয়া ভর্তির প্রক্রিয়া ৪ অক্টোবরের মধ্যে শেষ করতে হবে। আর ক্লাস শুরু করে দিতে হবে ২১ অক্টোবরের মধ্যে। উচ্চশিক্ষা দপ্তরের তরফে এই নির্দেশ দেওয়া হয়েছে। তবে, আসন ফাঁকা থেকে গেলে পরবর্তী ধাপে আবেদন গ্রহণ করা যাবে। পুরো ভর্তি প্রক্রিয়া ৬ নভেম্বরের মধ্যে শেষ করার কথাই বলা হয়েছে। 

    এদিকে, এক বা একাধিক যোগ্যতামানে উত্তীর্ণ হতে না-পারায় বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির অধীনে কয়েকশো কলেজের উপরে খাঁড়া ঝুলছে। তারা এই শিক্ষাবর্ষের জন্য অনুমোদন পেতেও ব্যর্থ হতে পারে। এই কলেজগুলি এডুকেশন ইউনিভার্সিটির অধীনে অভিন্ন পোর্টালের মাধ্যমে পড়ুয়া ভর্তি নেয়। তাই, সব মিলিয়ে বিএড বা এমএডে ভর্তি প্রক্রিয়াও উচ্চশিক্ষা দপ্তর নির্দেশিত সময়ের চেয়ে পিছিয়ে যেতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। সরকারি কলেজ বা অন্য সরকারি বিশ্ববিদ্যালয় অবশ্য নিজেরাই স্বতন্ত্রভাবে অনলাইন অ্যাডমিশন করাতে পারবে।
  • Link to this news (বর্তমান)