• মিথ্যাভাবে ছেলে ও পরিবারকে জড়ানো হচ্ছে, সরব সৌমেন
    বর্তমান | ১৪ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, তমলুক: আরজি কর মেডিক্যালের ঘটনায় তাঁর পরিবার ও সন্তানের নাম জড়ানো হচ্ছে বলে সরব হলে বিধায়ক সৌমেন মহাপাত্র। গোটা ঘটনায় তিনি ব্যাথিত বলে সাংবাদিক বৈঠক করে জানান। মঙ্গলবার পাঁশকুড়ায় নিজের বাড়িতে সাংবাদিক বৈঠক ডেকে এই ইস্যুতে সরব হন প্রাক্তন মন্ত্রী তথা তমলুকের বিধায়ক। দলের একাংশ এই ঘটনায় জড়িত বলেও ইঙ্গিত করেন। 

    সৌমেনবাবু বলেন, আমি একসময় মন্ত্রী ছিলাম। এখন চুপ আছি। তাতেও কেউ কেউ ভয় পাচ্ছেন। ছায়াকে ভয় পাওয়ার মতো তাঁরা ভয় পাচ্ছেন। আমি দলের নির্দেশমতো মন্ত্রিত্ব ছেড়েছি। জেলা সভাপতির পদ থেকেও সরে দাঁড়িয়েছি। মুখ্যমন্ত্রী আমাকে বিধায়ক পদ ছেড়ে দিতে বললে সেটাও করব।

    এদিন সৌমেনবাবু বলেন, আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে ওই চিকিৎসক আমার মেয়ের বয়সি। তাঁর পরিবারকে সমবেদনা জানাচ্ছি। ওই ঘটনায় মুখ্যমন্ত্রী যে পদক্ষেপ নিয়েছেন, তাকে স্বাগত জানাচ্ছি। আদালতের শাস্তি যেন দৃষ্টান্তমূলক হয়। কিন্তু, এই ঘটনায় আমার পরিবার এবং আমার সন্তানের নাম জড়ানো হচ্ছে। সম্ভবত সিংহ মহাপাত্র পদবি থাকা কোনও একজন এই ঘটনায় জড়িত আছে। আমার ছেলের নাম বোধিসত্ত্ব মহাপাত্র। ওই ঘটনার সঙ্গে আমার ছেলের নাম জড়িয়ে ফেলা হচ্ছে। আমি গত ১১ আগস্ট রাত থেকে এনিয়ে দিল্লি, মুম্বই সহ বিভিন্ন জায়গা থেকে ফোন পাচ্ছি। এনিয়ে আমি বিধ্বস্ত। আমার ছেলে এখন কেরিয়ার নিয়ে ব্যস্ত। পাঁশকুড়ার ব্লক স্বাস্থ্য আধিকারিক। মানুষকে পরিষেবা দিতে ব্যস্ত। সৌমেনবাবু আরও বলেন, তদন্তের স্বার্থে আমাকে কিংবা আমার ছেলেকে যদি যেতে হয়, নিশ্চিতভাবে যাব। কিন্তু, বিভ্রান্তিকর খবর রটানো হচ্ছে। এর মধ্যে সম্ভবত ষড়যন্ত্র রয়েছে। অনেক আগে থেকেই দলের একাংশ আমাকে আক্রমণ করছে। আমি খুব লো প্রোফাইলে থাকি। দল যা সিদ্ধান্ত দেয় সেটাই পালন করি। 
  • Link to this news (বর্তমান)