• সুবিচার চেয়ে আর জি করে অঙ্গনওয়াড়ি কর্মী
    বর্তমান | ১৪ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: পাড়ার মেধাবী মেয়ে। ছোটবেলা থেকে তাঁকে দেখে আসছেন তিনি। বাবা-মায়ের সঙ্গেও পুরনো আলাপ। হাসপাতালের ভিতর ধর্ষণের পর সেই মেয়েটিকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে শুনে আঁতকে উঠেছিলেন সোদপুরের এক অঙ্গনওয়াড়ি কর্মী। আর জি করের ঘটনার পর থেকে সুবিচার চেয়ে হাসপাতালে অবস্থান বিক্ষোভ করছেন জুনিয়র চিকিৎসকরা। হাসপাতালের গেটের মুখে তৈরি হয়েছে অবস্থান মঞ্চ। মঙ্গলবার সেখানে হাজির হয়ে সুবিচার চাইলেন ওই অঙ্গনওয়াড়ি কর্মী। বিক্ষোভরত জুনিয়র চিকিৎসকরা তাঁর নামও ঘোষণা করেন। ওই কর্মী বলেন, ও আমাদের এলাকার মেধাবী ছাত্রী। ছোট থেকে ওকে দেখছি। ভবিষ্যতের একজন ভালো চিকিৎসককে অকালে হারালাম। দোষীদের কঠোর শাস্তি চাই। সেই বিচার চাইতে আর জি করে এলাম।
  • Link to this news (বর্তমান)