• নামবিভ্রাটে জেরবার দন্ত চিকিৎসক সন্দীপ ঘোষ
    বর্তমান | ১৪ আগস্ট ২০২৪
  • সংবাদদাতা, বনগাঁ: নাম এক। স্কুল এক। পেশাও এক। ফলে নাম বিভ্রাট আটকায় কার সাধ্যি? আর জি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল দেশ। ইতিমধ্যেই হাসপাতালের প্রিন্সিপাল-চিকিৎসক সন্দীপ ঘোষ অপসারিত। সোশ্যাল মিডিয়ায় টানা সমালোচনার মুখে পড়তে হচ্ছে তাঁকে। অন্যদিকে একই নাম হওয়ায় একইভাবে সমালোচনায় পড়তে হচ্ছে দন্ত চিকিৎসক সন্দীপ ঘোষকে। ভুল করে করা হলেও টানা সমালোচনায় তিনি বিরক্ত ও ক্ষুব্ধ। পাল্টা পোস্ট করে প্রতিবাদও জানাচ্ছেন। 

    জানা গিয়েছে, আর জি করের প্রিন্সিপাল সন্দীপ ঘোষ বনগাঁ হাইস্কুলের ছাত্র ছিলেন। ১৯৮৯ সালে উচ্চ মাধ্যমিক পাশ করেন। ওই একই স্কুল থেকে ২০১১ সালে উচ্চ মাধ্যমিক পাশ করেন বর্তমানে দন্ত চিকিৎসক সন্দীপ ঘোষ। সম্প্রতি আর জি করের সন্দীপ ঘোষ মানুষের কাঠগড়ায়। তাঁকে সমালোচনা করে চলেছে সবাই। তা করতে গিয়ে নাম-স্কুলের নাম, পেশা এক দেখে ভুল করে অনেকেই দন্ত চিকিৎসক সন্দীপ ঘোষের সমালোচনা করে চলেছেন। তাঁর ফেসবুক লিঙ্ক শেয়ার করে নানা ধরনের কটুক্তি করছেন। এই সব ঘটনার প্রতিবাদ জানিয়ে এদিন তিনি একটি পোস্ট করেন ফেসবুকে। দন্ত চিকিৎসক সন্দীপ ঘোষ বলেন, ‘যে বোনকে খুন করা হয়েছে তার বিচারবিভাগীয় তদন্ত চাই। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।’ পাশাপাশি তিনি বলেন, ‘আমি কোনওদিন আর জি কর হাসপাতালের সঙ্গে যুক্ত ছিলাম না। আমার নাম বা স্কুলের নাম এক হওয়াটা আমার হাতে নেই। যাঁরা ফেসবুকে মন্তব্য করছেন, তাঁদের আরও সতর্ক হওয়া উচিত।’
  • Link to this news (বর্তমান)