• এই যুগেও ১০ টাকায় ১৪টা ফুচকা বেচছেন গৌরাঙ্গ, দিনে ২০০০ বিক্রি
    বর্তমান | ১৪ আগস্ট ২০২৪
  • সংবাদদাতা, বনগাঁ: এই মূল্যবৃদ্ধির সময়েও ফুচকা প্রেমীদের কথা মাথায় রেখে সস্তায় ফুচকা খাওয়াচ্ছেন বনগাঁর গৌরাঙ্গ সরকার। ১০ টাকায় গুনে গুনে ১৪টা ফুচকা দেন। শহরে বিভিন্ন জায়গায় ১০ টাকায় পাঁচ থেকে ছ’টি ফুচকা মেলে। সেখানে গৌরাঙ্গবাবু ১৪টা খাওয়াচ্ছেন। তাঁর বক্তব্য, ‘মানুষকে খাওয়াতে ভালো লাগে। তাই খাওয়াই। তেল আর আলুর দাম একটু কম থাকলে ১০ টাকায় ২০টা ফুচকা দিতাম।’

    বনগাঁর পল্লিশ্রী এলাকায় থাকেন গৌরাঙ্গ সরকার। বয়স ৭৫ বছর। স্ত্রী বিপাশা সরকারও ফুচকা ব্যবসার কাজে হাত লাগান। প্রতিদিন বিকেলে দোকান দেন বনগাঁ নিউ বাটার মোড়ে। দোকান বলতে চার চাকার ঠেলা গাড়ি। তাতে একটি ছাতা লাগানো। এই দোকানেই ফুচকা খেতে ভিড় জমে যায়। ‘এত সস্তায় কি করে ফুচকা খাওয়ান?’ প্রশ্ন শুনে গৌরাঙ্গ সরকার বলেন, ‘আমার যা বয়স কেউ কাজে নেবে না। দশ টাকা চাইলেও দেবে না। তাই ফুচকা বিক্রি করি। ভালবেসে মানুষকে বেশি করেই দিই। এতে যা আয় হয় চলে যায় আমাদের।’

    প্রতিদিন ১৫০০ থেকে ২০০০ পিস ফুচকা বিক্রি হয় তাদের দোকানে। বাড়িতেই তৈরি করেন ফুচকা। বিপাশাদেবী বলেন, ‘সারা সকাল বাড়িতে ফুচকা তৈরি করি। বিকেলে বিক্রি করি। কম দামে বিক্রি করেও আমাদের লাভ হচ্ছে। তাহলে বেশি দামে কেন বিক্রি করব?’ বনগাঁর বাসিন্দা সুজিত শীল বলেন, ‘বৃদ্ধ দম্পতি খুবই সৎ ও উদার মনের মানুষ। মাঝেমধ্যে ওঁদের কাছ থেকে ফুচকা খাই। ১০ টাকায় ১৪ টা ফুচকা কি করে দেন ভেবে পাই না। স্বাদ মোটামুটি ভালোই। 
  • Link to this news (বর্তমান)