সিবিআইয়ের বিশেষ দল এল কলকাতায়, বুধবারই যাবে ঘটনাস্থল পরিদর্শনে...
আজকাল | ১৪ আগস্ট ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: হাইকোর্টের নির্দেশে মঙ্গলবারই আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তদন্তভার গিয়েছে সিবিআইয়ের হাতে। আর বুধবার সকালেই দিল্লি থেকে সিবিআইয়ের বিশেষ দল এল কলকাতায়। সঙ্গে এসেছে ফরেন্সিক দলও।
প্রসঙ্গত, তদন্তভার নেওয়ার পর মঙ্গলবার সন্ধেয় সিবিআইয়ের একটি দল টালা থানায় গিয়ে আরজি কর মামলা সংক্রান্ত যাবতীয় নথি সংগ্রহ করেছে। তার পরই একটি এফআইআর দায়ের করে। এরপর বুধবার সকালেই সিবিআইয়ের বিশেষ এসে পৌঁছয় কলকাতায়। এদিকে, সিবিআই সূত্রে জানা গেছে, বুধবার এই মামলায় এক মাত্র ধৃত সিভিক ভলান্টিয়ারকে নিজেদের হেফাজতে নেবে সিবিআই। হেফাজতে নেওয়ার অনুমতি নিতে সিবিআইয়ের বিশেষ আদালতে আবেদন করবে তারা। আবার বুধবারই আরজি কর হাসপাতালে যেতে পারে সিবিআইয়ের বিশেষ দলটি। ঘটনাস্থল ঘুরে দেখার কথা তাদের। সঙ্গে থাকতে পারে ফরেন্সিক বিশেষজ্ঞদের দল।