RG Kar কাণ্ড LIVE UPDATE: এবার সিবিআইয়ের জালে ধৃত সঞ্জয়! আনা হল সিজিও-তে
প্রতিদিন | ১৪ আগস্ট ২০২৪
তরুণী চিকিৎসককে যৌন নির্যাতন ও খুনকে কেন্দ্র করে তোলপাড় বাংলা। প্রতিবাদে সোচ্চার গোটা দেশ। দোষীর শাস্তি-সহ একাধিক দাবিতে কর্মবিরতিতে চিকিৎসকরা। নারকীয় হত্যাকাণ্ডের প্রতিবাদে বুধবার রাতে পথে নামবেন মহিলারা। এদিকে ইতিমধ্যেই তদন্তভার হাতে পেয়েছে সিবিআই। আর জি কর হত্যাকাণ্ডের প্রতিমুহূর্তের আপডেট পেতে নজর রাখুন সংবাদ প্রতিদিন ডিজিটালে।
সকাল ১১.০১: কলকাতায় IMA (ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন) কেন্ত্রীয় নেতৃত্ব। কথা বলতে চান মুখ্যমন্ত্রীর সঙ্গে।
সকাল ১০.৫০: কয়েকটি সরকারি হাসপাতালে সিনিয়র চিকিৎসক, আরএমও এবং চিকিৎসক অধ্যাপকরা অংশ নিলেন কর্মবিরতিতে। এদিকে মঙ্গলবার রাতের পর বুধবার সকালে ফের শুরু হল জিবি মিটিং।
সকাল ১০.৩৫: রাতেই তদন্তভার হাতে নিয়েছে সিবিআই। বুধবার সকালে শারীরিক পরীক্ষার পর ধৃত সঞ্জয়কে তুলে দেওয়া হল সিবিআইয়ের হাতে। বর্তমানে সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে তাঁকে।
সকাল ১০.১৬: আউটডোর পরিষেবা বন্ধ থাকায় প্রবল সমস্যায় রোগীরা।
সকাল ১০.০২: মেডিক্যাল পরীক্ষার জন্য আর জি কর কাণ্ডে ধৃত সঞ্জয়কে নিয়ে যাওয়া হল এসএসকেএমে।
সকাল ৯.২৪: আজ রাতে প্রতিবাদে পথ নামবেন মহিলারা। তবে যারা পথে নামতে পারবেন না তাঁদের বাড়িতে শঙ্খ বাজানোর আর্জি স্বস্তিকা মুখোপাধ্যায়ের।