• ফের ভাসতে চলেছে বাংলা, এবার কোন কোন জেলা?‌ জানুন ক্লিক করে
    আজকাল | ১৪ আগস্ট ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ বাংলায় ফের সক্রিয় মৌসুমি অক্ষরেখা। যার জেরে চলবে বজ্রবিদ্যুৎ–সহ বিক্ষিপ্ত থেকে ভারী বৃষ্টি। বুধবার দক্ষিণবঙ্গের অন্তত তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া সব জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবারও রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি হতে পারে অন্তত পাঁচ জেলায়। তালিকায় হাওড়া, দুই মেদিনীপুর ও দুই ২৪ পরগনা রয়েছে। অন্যান্য জেলাতেও বজ্রবিদ্যুৎ–সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে।

    শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। ছয় জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে। এদিকে উত্তরেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে জলপাইগুড়ি ও কোচবিহারে। বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টির সম্ভাবনা মালদা ও দুই দিনাজপুরে। বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা। ওই দিন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ–সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্যান্য অংশেও আগামী দু’‌তিনদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 
  • Link to this news (আজকাল)