• গঙ্গাস্নানে নামাই কাল, কালনায় নদীতে তলিয়ে মৃত্যু পঞ্চম শ্রেণির ছাত্রের ...
    আজকাল | ১৪ আগস্ট ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: গঙ্গাস্নান করতে যাওয়াই কাল হল। নদীতে তলিয়ে মৃত্যু হল পঞ্চম শ্রেণির এক ছাত্রের। মৃতের নাম, সৌম্যদীপ কাহার। পূর্ব বর্ধমানের কালনার অম্বিকা স্কুলের ছাত্র ছিল সে।

    মঙ্গলবার মহিষমর্দিনী পুজো উপলক্ষে মায়ের সঙ্গে গঙ্গাস্নানে গিয়েছিল সৌম্যদীপ। দণ্ডি কেটে গঙ্গার ঘাটে পৌঁছয় সে। এরপর স্নান করতে নামে। সে সময় তার মা-ও গঙ্গাস্নানে নামেন। আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে তলিয়ে যায় সৌম্যদীপ। তার মায়ের চিৎকার শুনে ছুটে আসেন আশেপাশের লোকেরা। আধ ঘণ্টা তল্লাশি চালিয়ে নদী থেকে তাকে উদ্ধার করা হয়।

    তবে হাসপাতালে নিয়ে গিয়েও শেষরক্ষা হয়নি। সৌম্যদীপকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। তার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। জানা গিয়েছে, পঞ্চম শ্রেণির পড়ুয়া সাঁতার জানত না। এদিকে ওই গঙ্গার ঘাটে পুজো উপলক্ষে নিরাপত্তাও ছিল। তা সত্বেও কীভাবে পড়ুয়া ডুবে গেল, প্রশ্ন তুলেছেন অনেকে।
  • Link to this news (আজকাল)