কড়া নিরাপত্তা শহরে, স্বাধীনতা দিবসে কোন কোন রাস্তায় হবে যান নিয়ন্ত্রণ? জানুন...
আজকাল | ১৪ আগস্ট ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: রাত পোহালেই স্বাধীনতা দিবস। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হচ্ছে কলকাতাকে। রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বৃহস্পতিবার মোতায়েন থাকবে প্রায় দেড় হাজার পুলিশ। বুধবার রাত ১০টা থেকে ধর্মতলা ডাউন র্যাম্প বন্ধ থাকবে।
ইতিমধ্যেই হোটেল, শপিংমল, স্টেশন, এয়ারপোর্ট, মার্কেট এলাকায় নজরদারি শুরু হয়ে গেছে। লালবাজার সূত্রে খবর, বৃহস্পতিবার কলকাতায় নজরদারিতে থাকছে অতিরিক্ত পাঁচ হাজার পুলিশ। ১০০টি পয়েন্টে নাকা চেকিং চলবে। রেড রোডেই ১৩টি জোন করা হয়েছে। থাকছে ৮৬টি সেক্টর। সেখানে ডেপুটি কমিশনার পদমর্যাদার ১৭ জন অফিসার দায়িত্বে থাকবেন। ট্রাফিকের দায়িত্বে থাকবেন দু’জন অফিসার। এছাড়া ৪৬ জন অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার পদমর্যাদার অফিসার, ৯০ জন ইন্সপেক্টর থাকছেন রেড রোড এবং পার্শ্বস্থ চত্বরে। ‘স্যান্ড ব্যাগ’ মোর্চা চারটি, ১১টি ‘স্যান্ড ব্যাগ’ বাঙ্কার, ৬টি ওয়াচ টাওয়ার, ৬টি পুলিশ সহায়তা কেন্দ্রের ব্যবস্থা করা হয়েছে। যান নিয়ন্ত্রণও করা হবে বৃহস্পতিবার। যেমন খিদিরপুর রোডের উত্তর অংশ বা ফার্লং গেট থেকে রেড রোড পর্যন্ত রাস্তা বন্ধ থাকবে। লাভার্স লেনের দিকে যাওয়া গাড়ি পশ্চিম দিকে যেতে পারবে। মেয়ো রোড সকাল থেকে প্যারেড শেষ না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে। এছাড়া হেস্টিংস ক্রসিং থেকে খিদিরপুর রোড, আউট্রাম রোড, এসপ্ল্যানেড র্যাম্প, আরআর অ্যাভিনিউয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। কেপি রোড, লাভারস লেন, হসপিটাল রোড, কুইন্স ওয়ে, মেয়ো, ডাফরিন রোড, আর আর অ্যাভিনিউ, কিংস ওয়ে বন্ধ থাকবে। ওই সময়ের মধ্যে স্যান্ড রোড ও জওহরলাল নেহরু রোড দিয়ে গাড়ি যাবে।