আজকাল ওয়েবডেস্ক: আরজি কর কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে না রাজ্য সরকার। আরজি কর মেডিক্যালে কর্তব্যরত অবস্থায় তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের অভিযোগ উঠতেই, শুরুতেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সিবিআই তদন্তের পরামর্শ দিয়েছিলেন। এমনকী সোমবার নির্যাতিতার বাড়িতে গিয়েও সিবিআই তদন্তের প্রসঙ্গ তুলেছিলেন। নবান্ন সূত্রে খবর, মঙ্গলবার কলকাতা হাই কোর্টের নির্দেশের পর তদন্তভার সিবিআইয়ের কাছে হস্তান্তর করতে বলেছে মুখ্যমন্ত্রীর দপ্তর। মুখ্যসচিবকে এ বিষয়ে নির্দেশ দিয়েছেন তিনি।
প্রসঙ্গত, কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপটি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার পরেই, সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করার জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর আশঙ্কা ছিল, রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যাবে এবং প্রমাণ লোপাটের চেষ্টাও হবে। শুভেন্দু বলেছেন, 'বগটুই মামলা থেকে শুরু করে ওবিসি মামলা পর্যন্ত আমরা দেখেছি মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে যান। আমার এখন ফার্স্ট ডিউটি হবে, খুব তাড়াতাড়ি সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট করে দেওয়া।'