আজকাল ওয়েবডেস্ক: ফের মেট্রোয় আত্মহত্যার চেষ্টা। সকাল সাড়ে ৯টা নাগাদ সত্যজিৎ রায় মেট্রো স্টেশনে (অরেঞ্জ লাইনে) লাইনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন এক জন। ঘটনার জেরে রুবি থেকে কবি সুভাষগামী পরিষেবা ব্যাহত হয়। সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। জানা গেছে, এক যুবক আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন। ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন ওই যুবক। সকাল সাড়ে দশটা নাগাদ ফের পরিষেবা স্বাভাবিক হয়।
তবে প্রায় ঘণ্টা খানেক পরিষেবা বিঘ্নিত হওয়ায় যাত্রীরা সমস্যায় পড়েন। অনেকেই বিকল্প পথ ধরেন। কেউ পরিষেবা স্বাভাবিক হওয়ার জন্য অপেক্ষা করেন।