• পশ্চিম মেদিনীপুরে বাস ও লরির মুখোমুখি সংঘর্ষ, আহত বহু, পলাতক চালক
    বর্তমান | ১৪ আগস্ট ২০২৪
  • নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর: বাস ও লরির মুখোমুখি সংঘর্ষে আহত একাধিক যাত্রী। আজ, বুধবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় থানার বাঁধগোড়ার কাছে জাতীয় সড়কে। নারায়ণগড় থানার পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।

    পুলিস সূত্রে খবর, এদিন দুপুরে যাত্রীবাহী বাসটি সারেঙ্গা থেকে দীঘার দিকে দ্রুত গতিতে যাচ্ছিল। অভিযোগ, নারায়ণগড় থানার বাঁধগোড়ার রাজ্য সড়কের কাছে আসতেই বেলদার দিক থেকে আসা একটি মাছ বোঝাই লরি বাসটিকে আচমকা ধাক্কা মারে। বাস এবং লরিটির মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন বেশ কয়েকজন বাসযাত্রী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নারায়ণগড় থানার পুলিস আধিকারিকেরা। তাঁরা আহত ওই বাসযাত্রীদের উদ্ধার করে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেছেন। আপাতত সেখানেই তাঁরা চিকিৎসাধীন।

    জানা গিয়েছে, বাস এবং লরিটিকে ইতিমধ্যেই আটক করেছে পুলিস। যদিও এই ঘটনার পর দু’টি গাড়ির চালকই পলাতক। পুলিস তাঁদের খোঁজ শুরু করেছে। তবে কী ভাবে এই দুর্ঘটনাটি ঘটল, তা এখনও স্পষ্ট নয়।
  • Link to this news (বর্তমান)