• ঘরের ভিতরে চলছিল সেই খারাপ কাজ, প্রতিবাদ করায় মাথা ফাটল তৃণমূল নেতার
    হিন্দুস্তান টাইমস | ১৪ আগস্ট ২০২৪
  • বাড়িতে মধুচক্র চালানোর প্রতিবাদ করায় আক্রান্ত হলেন এক তৃণমূল নেতা। মঙ্গলবার রাতে ঘটনা ক্যানিংয়ের খাস কুমড়োখালি গ্রামের। আহত সনাতন সরদার যুব তৃণমূলের বুথ সভাপতি। ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসা হয় তাঁর। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত।

    স্থানীয়রা জানিয়েছেন, হরপ্রসাদ মণ্ডল নামে এক ব্যক্তি নিজের বাড়িতে মধুচক্র চালাতেন। ওই বাড়িতে অচেনা যুবক – যুবতীদের যাতায়াত লেগেই থাকত। স্থানীয়রা বারবার জানিয়েও কোনও লাভ হয়নি। মঙ্গলবার রাতে হরপ্রসাদের বাড়িতে কয়েকজনকে ঢুকতে দেখে প্রতিবাদ করেন সনাতনবাবু। এতে বেপরোয়া হয়ে ওঠেন হরপ্রসাদ। সনাতনকে বঁটির বাঁট দিয়ে মাথায় আঘাত করেন তিনি। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি।

    চিৎকার শুনে সেখানে চলে আসেন স্থানীয়রা। তাঁরাই সনাতনবাবুকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। এর পর থানায় গিয়ে হরপ্রসাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি।

    হাসপাতালে সনাতনবাবু জানান, একটি অচেনা মেয়েকে বাড়িতে এনে রেখে দিয়েছিল হরপ্রসাদ। আর মাঝে মাঝেই ওর বাড়িতে অচেনা ছেলেরা এসে রাত কাটাত। আমি এর প্রতিবাদ করায় আমাকে বঁটি দিয়ে মেরেছে।

    ঘটনার পর থেকে তালাবন্ধ অভিযুক্তের বাড়ি। অভিযুক্ত হরপ্রসাদও বেপাত্তা। তার সন্ধান চালাচ্ছে পুলিশ।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)