আরজি কর তদন্ত দ্রুত শেষ করার আবেদন নিয়ে বুধবারই শাহের সঙ্গে দেখা করছেন সুকান্ত
হিন্দুস্তান টাইমস | ১৪ আগস্ট ২০২৪
আরজি করকাণ্ডে মঙ্গলবারই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশ পেয়েই কোমর বেঁধে নেমে পড়েছেন সিবিআইয়ের আধিকারিকরা। এরই মধ্যে দিল্লিতে অমিত শাহের সঙ্গে দেখা করে এই ঘটনায় দ্রুত তদন্ত শেষ করে দোষীদের শাস্তি দেওয়ার দাবি জানাতে চলেছেন রাজ্য বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। বুধবার সকালে দিল্লি উড়ে যাওয়ার সময় দমদম নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে একথা বলেন তিনি।
পড়তে থাকুন - ন্যাশনাল মেডিক্যালের অধ্যক্ষ পদে বসতে পারবেন না সন্দীপ, স্থগিতাদেশ হাইকোর্টের
সুকান্তবাবু বলেন, ‘সিবিআই তদন্ত শুরু হয়েছে। তদন্ত যেন সঠিক পথে হয় এবং অবশ্যই যেন দ্রুত শেষ হয় অমিত শাহের সঙ্গে দেখা করে সেই অনুরোধ জানিয়ে আসব।’
সুকান্তবাবুর প্রশ্ন, 'মেডিক্যাল কলেজের মধ্যে যদি কোন মহিলাকে নিরাপত্তা না দেওয়া যায় শুধুমাত্র রাতে বাড়ির বাইরে বেরিয়েছেন বলে! স্বাধীনতার ৭৫ বছর পর তাহলে আমরা কী করলাম? স্বাধীনতা নিয়ে প্রশ্ন উঠে যায়। মধ্যযুগীয় এই মন্তব্যের নিন্দা হওয়া উচিত। রাজ্যজুড়ে নিন্দা হচ্ছে।’
সুকান্তবাবুর দাবি, ‘ড্রাগ পাচার বা অন্য কোনও বিষয় জেনে গিয়েছিলেন বলেই হয়তো আক্রোশ থেকে খুন করা হয়েছে মহিলা চিকিৎসককে।’
তাঁর অনুমান, ‘যাকে ধরা হয়েছে আমার মনে হয় না সে আসল অপরাধী। সে অপরাধীদের মধ্যে একজন। শুধু ধর্ষণের জন্য এই খুন হতে পারে না। সংবাদমাধ্যমে জানতে পারছি আগে ঘাড় ভেঙে দেওয়া হয়েছে। আমরা সংবাদ মাধ্যমে যা শুনছি তাতে আগে থেকে আক্রোশ ছিল। কানাঘুষো শুনছি ড্রাগ র্যাকেট, সেক্স র্যাকেট চলতো হাসপাতালে। মুর্শিদাবাদের এক সংসদের আত্মীয় যুক্ত রয়েছেন।’
ঘটনার পরই সেমিনার রুমের পাশের ঘর সংস্কার নিয়ে তিনি বলেন, ‘প্রিন্সিপালকে মমতা বন্দ্যোপাধ্যায় কেন আদর যত্নে রাখে, তা এবার বোঝা যাচ্ছে..’