• ‘পায়ে ধরে বলছি…’, চিকিৎসকদের কর্মবিরতি তুলে নেওয়ার অনুরোধ মুখ্যমন্ত্রীর
    এই সময় | ১৫ আগস্ট ২০২৪
  • আরজি করকাণ্ডের প্রতিবাদে লাগাতার কর্মবিরতি চালিয়ে আসছেন জুনিয়র ডাক্তাররা। বুধবার রাজ্য জুড়ে হাসপাতালগুলিতে ওপিডি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল চিকিৎসক সংগঠন। চিকিৎসা পরিষেবা ব্যাহত হচ্ছে গোটা রাজ্যে। চিকিৎসকদের কর্মবিরতি তুলে নেওয়ার ব্যাপারে এবার আবেদন জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগম নিজেও আন্দোলনরত চিকিৎসকদের কর্মবিরতি তুলে নিয়ে কাজে যোগ দেওয়ার ব্যাপারে আহ্বান জানিয়েছিলেন। বুধবার স্বয়ং মুখ্যমন্ত্রী নিজে কর্মবিরতি তুলে নেওয়ার জন্য অনুরোধ করলেন। বেহালার একটি অনুষ্ঠান থেকে এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘পায়ে ধরে বলছি, চিকিৎসা করুন। তার জন্য আপনারা নিযুক্ত। অনেক আন্দোলন করেছেন। কেউ আটকায়নি। এবার কাজে নামুন, এটা আমার আবেদন।’

    রাজ্যে চিকিৎসা পরিষেবা না পেয়ে গত কয়েকদিনে তিনজন মানুষের প্রাণ গিয়েছে। এভাবে আন্দোলন করতে থাকলে চিকিৎসা পরিষেবা ভেঙে পড়বে বলেও আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। মমতা এদিন বলেন, ‘চিকিৎসকদের আমি আবেদন জানাচ্ছি সাধারণ মানুষের সামনে দাঁড়িয়ে। তিন জন ইতিমধ্যে বিনা চিকিৎসায় মারা গিয়েছেন। চিকিৎসা দিতে কিন্তু আপনারা অঙ্গীকারবদ্ধ। পাঁচ দিন হয়ে গেল।’ সাধারণ মানুষকে যাতে আর চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হতে না হয় তার জন্য কর্মবিরতি তুলে নেওয়ার আবেদন জানান তিনি।

    পাশাপাশি, আরজি করের ঘটনা নিয়ে মিথ্যা রটানো হচ্ছে বলেও এদিন দাবি করেন মুখ্যমন্ত্রী। তাঁর নিশানায় ছিল, সিপিএম-বিজেপি। বিরোধীরা নানা ভুয়ো তথ্য প্রচার করে ঘটনায় রাজনীতিকরণ করার চেষ্টা করছে বলে দাবি করেন। বিরোধীদের পালটা প্রতিবাদ কর্মসূচির ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

    তৃণমূল কংগ্রেসের কর্মসূচি নিয়ে এদিন তিনি বলেন, ‘আগামী ১৭ তারিখ থেকে সারা বাংলায়, সব ব্লক, সব ওয়ার্ডে বেলা ২টো থেকে ৪টে পর্যন্ত বাম-রামের চক্রান্তের বিরুদ্ধে মিছিল এবং আন্দোলন করা হবে। আগামী ১৮ তারিখ ধরনা হবে ব্লকে ব্লকে। ১৯ তারিখে রাখি পূর্ণিমা রয়েছে। ২০ তারিখে আবার পথে নামব আমরা। সে দিনের কর্মসূচি পরে জানিয়ে দেব।’
  • Link to this news (এই সময়)