• ময়নাতদন্তের রিপোর্ট পেতে হয়রানি? সমস্যার সমাধানে উদ্যোগী পুলিশ
    এই সময় | ১৫ আগস্ট ২০২৪
  • এই সময়: বাড়ির কারও অস্বাভাবিক মৃত্যু হলে ময়নাতদন্তের রিপোর্ট পেতে হামেশাই ঝামেলায় পড়তে হয় মৃতের পরিজনদের। এই নিয়ে অভিযোগও দীর্ঘদিনের। আরজি কর হাসপাতালের ঘটনার প্রেক্ষিতে সেই নিয়ম সহজ করা হচ্ছে।এতদিন এই রিপোর্ট পেতে কেউ যেতেন হাসপাতালে, কেউ আবার থানায়। সেই ঘোরাঘুরি বন্ধ করতে ঝক্কি ছাড়াই ময়নাতদন্তের রিপোর্ট পরিবারের হাতে তুলে দেওয়ার উদ্যোগ নিল রাজ্য পুলিশ।

    নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বাড়ির লোকেরা ময়নাতদন্তের রিপোর্ট নিতে চাইলে এ বার থেকে থানায় আবেদন করুন। চিকিৎসকের থেকে রিপোর্ট পেলেই থানার তরফে সেই রিপোর্ট আত্মীয়দের দেওয়া হবে। এ জন্য কোনও টাকা দিতে হবে না।

    এর পরেও ময়নাতদন্তের রিপোর্ট পেতে সমস্যা হলে সরাসরি সংশ্লিষ্ট জেলার কন্ট্রোল রুম বা কমিশনারেটে যোগাযোগ করতে জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠি বলেন, ‘ময়নাতদন্তের রিপোর্ট অনলাইনে পাওয়ার ব্যবস্থা এখনও চালু হয়নি। তবে আমরা চেষ্টা করছি তাড়াতাড়ি এই ব্যবস্থা চালু করার। ততদিন থানা থেকেই পাওয়া যাবে এই রিপোর্ট।’

    উল্লেখ্য, বিভিন্ন প্রয়োজনে আস্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে ময়নাতদন্তের রিপোর্টের প্রয়োজন পড়ে। কিন্তু অভিযোগ উঠত, থানায় গেলেও বেশির ভাগ ক্ষেত্রে ফিরিয়ে দিতেন অফিসারেরা। এ বার অনলাইন ব্যবস্থা চালু হলে সাধারণ মানুষকে এত ঝামেলার মধ্যে পড়তে হবে না।
  • Link to this news (এই সময়)