• হাতির হামলায় মৃত দুই কিশোর, কোনও ক্ষতিপূরণ দিল না বন দপ্তর! পরিবারের সঙ্গে দেখা করলেন জলপাইগুড়ির সাংসদ ...
    আজকাল | ১৫ আগস্ট ২০২৪
  • অতীশ সেন, ডুয়ার্স: হাতির হামলায় বানারহাটের তোতাপাড়া চা বাগানে মৃত দুই ভাইয়ের পরিবারের সাথে দেখা করলেন জলপাইগুড়ির সাংসদ ডা: জয়ন্ত রায়। ১০ আগস্ট শনিবার তোতাপাড়া চা বাগান থেকে বাইকে চেপে হলদিবাড়ি চা বাগানে যাওয়ার সময় মোরাঘাট হিন্দি কলেজ সংলগ্ন রাজ্য সড়কে হাতির হামলায় দুই কিশোরের মৃত্যু হয়েছিল। জয় ওঁরাও ও আদর্শ ওঁরাও হাতির দল রাস্তার উপর দেখে টাল সামলাতে না পেরে পড়ে যায়। পরিবারের অভিযোগ এর পর সেখানেই তাদের হাতির দল পিষে মারে।

    হাতির দলই যে তাদের মেরেছে এই বিষয়ে প্রত্যক্ষ কোনও প্রমাণ না থাকায় বনদপ্তরের পক্ষ থেকে প্রদেয় ক্ষতিপূরণের টাকা নিহত কিশোরের পরিবার পায়নি। বুধবার এই দুই কিশোরের পরিবারের সাথে দেখা করলেন জলপাইগুড়ি সাংসদ জয়ন্ত রায়। পাশাপাশি তোতাপাড়া চা বাগানেই ৫ জুলাই শুক্রবার বন্ধুদের সাথে শাক-পাতা তুলতে গিয়ে চিতাবাঘের হামলায় আট বছর বয়সী দিলজিৎ মাহালী'র মৃত্যু হয়েছিল। একটি চিতাবাঘ বন্ধুদের সামনে থেকেই তাকে টেনে চা বাগানের ভেতর নিয়ে যায়। রাতে বাগান থেকে শিশুটির ছিন্নভিন্ন দেহ উদ্ধার হয়। এর পর চা বাগানে তিনটি খাঁচা পাতা হলেও কোনও চিতাবাঘ ধরা পড়েনি। এই শিশুটির পরিবারকে ক্ষতিপূরণ প্রদান করা হয়ে গিয়েছে। এদিন এই শিশুটির পরিবারের সাথেও সাংসদ দেখা করেন।

    জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায় বলেন, ঘটনা দুটি খুবই মর্মান্তিক। এলাকায় বনদপ্তরে নিয়মিত টহলদারিতে ঘাটতি রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। বিষয়টি তিনি দেখবেন। পাশাপাশি তিনি বলেন হাতির হানায় মৃত দুই কিশোরের পরিবার যাতে ক্ষতিপূরণ ও সরকারি সুবিধা পায় তার জন্য ইতিমধ্যে তিনি সি.সি.এফ, পি.সি.সি.এফ সহ বনদপ্তরের কর্তাদের জানিয়েছেন।
  • Link to this news (আজকাল)