অরিন্দম মুখার্জি : মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির স্বপ্নের প্রকল্প কন্যাশ্রী। শুরু থেকেই এই প্রকল্পের ফলে উপকার হয়েছে স্কুলে পড়া মেয়েদের। যারা আর্থিক অভাবের জেরে মাঝপথে পড়া বন্ধ করে দিতে বাধ্য হয়েছে তাদের কাছে যেন নতুন দরজা খুলে দিয়েছে এই কন্যাশ্রী প্রকল্প।
আজ কন্যাশ্রী দিবস। এই উপলক্ষে পুরুলিয়া জেলা নারী ও শিশু কল্যাণ দপ্তরের ব্যাবস্থাপনায় ও পুরুলিয়া জেলা প্রশাসনের সহযোগিতায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নিজস্ব ভাবনা প্রসূত আন্তর্জাতিক স্বীকৃতি প্রাপ্ত কন্যাশ্রী-র একাদশ বর্ষ উদযাপন হল।
অনুষ্ঠানটি হয় পুরুলিয়া রবীন্দ্র ভবনে। এই উপলক্ষে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সকল জেলার জনসাধারণ এবং জেলার নেতা এবং নেত্রীগণ এবং প্রশাসনের অধিকারিকগণ। উপস্থিত ছিলেন বিধায়ক সন্ধ্যারানী টুডু, নিবেদিতা মাহাত, বিধায়ক শান্তিরাম মাহাত, বাঘমুন্ডির বিধায়ক সুশান্ত মাহাত, পুরুলিয়ার ডিএম রজত নন্দা, পুরুলিয়ার এসপি অভিজিৎ ব্যানার্জি, পুরুলিয়ার এডিএম রাজেশ রাঠোর এবং পুরুলিয়ার জেলা পরিষদের সদস্যরা।