বিরোধী শিবিরের 'চক্রান্ত' -এর বিরুদ্ধে এবার পাল্টা কর্মসূচি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ...
আজকাল | ১৫ আগস্ট ২০২৪
আজকাল ওয়েবডেস্ক : আরজি কর নিয়ে যেখানে গোটা রাজ্যে আন্দোলন চলছে সেখানে পাল্টা কর্মসূচি ঘোষণা করলেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখমন্ত্রী মমতা ব্যানার্জি। রাম-বাম -এর চক্রান্তের বিরুদ্ধে পথে নামতে চলেছে তৃণমূল। ১৭ তারিখ থেকে সেই কর্মসূচির কথা ঘোষণা করলেন তৃণমূল সুপ্রিমো।
এদিন তিনি বলেন, ‘‘ আর জি কর-কাণ্ডে দোষীদের ফাঁসির দাবিতে ১৬ তারিখ বিকেল ৩টেয় মৌলালির মোড় থেকে মিছিল করা হবে। ১৭ তারিখ থেকে সারা বাংলায়, সব ব্লক, সব ওয়ার্ডে ২টো থেকে ৪টে পর্যন্ত বাম-রামের চক্রান্তের বিরুদ্ধে মিছিল এবং আন্দোলন হবে। ১৮ তারিখ ধর্না হবে ব্লকে ব্লকে। ১৯ তারিখে রাখি। ২০ তারিখে আবার পথে নামব আমরা। সে দিনের কর্মসূচি পরে জানিয়ে দেব। "
আরজি কর নিয়ে এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন,'আমি রবিবার পর্যন্ত সময় দিয়েছিলাম। আমি স্বাস্থ্য দপ্তরকে বলেছিলাম তদন্ত করুন। কার কার গাফিলতি আছে দেখুন। ৪৮ ঘণ্টা পরে আমি বদলি করেছিলাম। এই তো ধনঞ্জয় কেস দেখছেন। লোকটা চলে গেল। বুদ্ধবাবুর আমলে অনেক ঘটনা ঘটেছিল। আমি দুঃখিত নাম নেওয়ার জন্য। তার স্ত্রী ডোরিনা ক্রসিংয়ে ফাঁসি চেয়েছিলেন। এখন সাক্ষী বলছে জোর করা হয়েছিল।’’
সিবিআই তদন্ত নিয়ে এদিন মমতা বলেন, পুলিশ সবরকম ভাবে সিবিআইকে সহযোগিতা করবে৷ আদালত যে নির্দেশ দিয়েছে তাঁকে স্বাগত জানাই। আমাদের কোনও আপত্তি নেই।'