বেহালা ও হাজরায় কর্মসূচি মমতার, আজ পথে বিজেপি-বাম-কংগ্রেসও
বর্তমান | ১৫ আগস্ট ২০২৪
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: স্বাধীনতা দিবসের আগের দিন শাসক-বিরোধী কর্মসূচিতে তপ্ত হতে চলেছে বাংলার রাজনৈতিক মহল। তৃণমূলের রয়েছে মধ্যরাতের স্বাধীনতা শীর্ষক কর্মসূচি। আর আর জি করের ঘটনাকে কেন্দ্র করে সিপিএম ও কংগ্রেসের রয়েছে আলাদা কর্মসূচি। ফলে এদিনের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে নজর সকলের।
আজ, বুধবার কলকাতা ছাড়াও শহর, শহরতলি ও জেলার বিভিন্ন প্রান্তে তৃণমূলের পক্ষ থেকে নেওয়া হয়েছে ফ্রিডম অ্যাট মিড নাইট কর্মসূচি। এর অঙ্গ হিসেবে আজ বেহালায় সন্ধ্যায় ছ’টায় উপস্থিত থাকবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তা শেষ করে মমতা যাবেন হাজরা মোড়ে। সেখানেও দলীয় কর্মসূচিতে যোগ দেবেন। বাংলাকে অখণ্ড রাখা, কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে সমালোচনা উঠে আসতে পারে মমতার বক্তব্যে।
অন্যদিকে, এদিন আর জি কর হাসপাতালের ঘটনাকে কেন্দ্র করে কর্মসূচি নিয়েছে সিপিএম। তারা আওয়াজ তুলেছে, ‘মেয়েরা রাতের দখল নাও, মধ্যরাতে আর জি করে।’ রাত সাড়ে ১১টার সময় আরজিকর হাসপাতালের সামনে অবস্থান মঞ্চ কর্মসূচি পালন করবে বামেরা। এছাড়াও যাদবপুর, অ্যাকাডেমি চত্বর, কলেজ স্ট্রিটে কর্মসূচি রয়েছে তাদের। কলকাতা ছাড়া জেলাতেও একই সময়ে কর্মসূচি পালন করবে বামেরা।
এদিনই রাজ্যের আরও দুই বিরোধী দলের কর্মসূচি রয়েছে। আর জি কর হাসপাতালের ঘটনা নিয়ে পথে নামছে বিজেপি। দুপুর দু’টোর সময় কলেজ স্কোয়ার থেকে আর জি কর হাসপাতাল পর্যন্ত ধিক্কার মিছিল করবে গেরুয়া শিবির। দুপুর দু’টোতেই বিধানভবন থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করবে কংগ্রেস। তাদের মূল দাবি, আর জি করের ঘটনায় মূল দোষীদের অবিলম্বে গ্রেপ্তার।